Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeমধুচক্রের পর্দাফাঁস, পুলিশের হানায় আটক বেশ কয়েকজন যুবক-যুবতী

মধুচক্রের পর্দাফাঁস, পুলিশের হানায় আটক বেশ কয়েকজন যুবক-যুবতী

ডায়মন্ড হারবার: মধুচক্রের পর্দাফাঁস ডায়মণ্ড হারবারে (Diamond Harbour)। জানা গিয়েছে, দিনের পর দিন ডায়মন্ড হারবার থানা (Diamond Harbour Police Station) এলাকার জেটিঘাটের কাছে আবাসিক হোটেলের (Hotel) আড়ালে চলত মধুচক্র। এবার ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশের যৌথ অভিযানে বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে আটক করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজন যুবক যুবতীকে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ডায়মন্ড হারবার থানার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে গজিয়ে উঠেছে বেশ কয়েকটি আবাসিক হোটেল। আর সেই হোটেলের আড়ালে দিনের পর দিন ধরে চলছে মধুচক্র। এবার গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশ যৌথ অভিযানে নামে। অভিযানে পর্দা ফাঁস হয় মধুচক্রের। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি ধরপাকড়ে বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: অবৈধ পাসপোর্ট চক্রের পর্দাফাঁস, জেঠুকে বাবা সাজিয়ে বাংলাদেশির কুয়েত পাড়ি!

পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষ রয়েছে ডায়মন্ড হারবার। আর সেই এলাকায় এই ধরনের ঘটনা। পর্যটকদের জন্য গড়ে উঠেছে বহু হোটেল। এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে বেশ কয়েকটি আবাসিক হোটেল রয়েছে। আর সেই হোটেল গুলিতে দিনের পর দিন চলত মধুচক্র। বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বেশ কয়েকজন মহিলা ও পুরুষকে আটক করা হয়েছে। এর পাশাপাশি সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

দেখুন আরও খবর

Read More

Latest News