Thursday, October 30, 2025
Homeহৃতিক-কপিলের মাথায় কী পরচুলা!, সেলিব্রেটি হেয়ার স্টাইলিস্ট যেটা ফাঁস করলেন!

হৃতিক-কপিলের মাথায় কী পরচুলা!, সেলিব্রেটি হেয়ার স্টাইলিস্ট যেটা ফাঁস করলেন!

বলিউড সেলিব্রিটিদের নিয়ে চুলচেরা বিচার যেন শেষ হয় না! সেলিব্রিটিদের লুক তাদের পা থেকে মাথা অবধি নিয়ে সর্বদাই চলছে আলোচনা আর সেই সঙ্গে সমালোচনা। পুরুষ সেলিব্রেটিদের অনেকেরই মাথার চুল নিয়ে বলিউড দর্শকদের সবসময় যেন চুলচেরা বিচার চলছে। সে আমিতাভ বচ্চনই হোক আর হৃতিক রোশনই হোক! সত্যি কিনা তা কেউ জানে না!
এবার নামকরা হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম এ ব্যাপারে সত্যিটা সামনে নাকি এনেছেন! তাঁকে হৃতিক রোশন এবং কপিল শর্মার মাথার চুল আসল নাকি পরচুলা তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “না, ওদের কারোরই টাক নেই! সব চুল আসল। আমি নিজেই ওদের চুল কাটি। নকল চুল হলে সেটা ক্যামেরায় আসল চুলের মতো কখনো দেখাবে না। হৃতিক কিংবা কপিল কখনোই উইগ বা প্যাচ পরেন না। শুধু তাই নয় তাদের চুলের মান যথেষ্ট ভালো। হৃতিক রসানকে আগামী দিনে দক্ষিণী সুপারস্টার অভিনেতা জুনিয়র এন্ড টিয়ারের সঙ্গে ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে। এই ছবিটা তাদের সঙ্গে জুটি বাঁধবেন কিয়ারা আডবাণী।
অন্যদিকে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে কপিল শর্মা-শো ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান কপিল’ আসতে চলেছে।

Read More

Latest News