Sunday, September 14, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeসাদা শার্টে গ্ল্যাম গার্ল ইমন

সাদা শার্টে গ্ল্যাম গার্ল ইমন

কলকাতা: গান নিয়ে নিয়ে চর্চায় থাকেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। পেশাগত জীবনের পাশাপাশি চর্চায় উঠে আসে তাঁর ব্যক্তিগত জীবনও। মাঝেই মধ্যেই গায়িকা বোল্ড অবতারের ধরা দেন। এবার ইমন চক্রবর্তী যেন ইনস্টাগ্রামের তাপমাত্রা বেশ কয়েকগুণ বাড়িয়ে তুলেছেন। নিজের গ্ল্যামারাস ছবি পোস্ট করে। চোখ ফেরানো দায় সুন্দরী গায়িকার থেকে। 

গায়িকা ইমন চক্রবর্তী বেশ সক্রিয় স্যোশাল মিডিয়ায়। বরের সঙ্গে ছুটি কাটানো, গানের শো থেকে নিজের ফ্যাশানের ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করেনেন। যদিও খুব একটা ছোট পোশাকে দেখা যায় না ইমনকে। তবে মাঝে মধ্যে আবার বিকিনি পরাও  ছবি শেয়ার করেন। এবার গায়িকা নিজেকে সাদা শার্টে তুলে ধরেছেন। শার্টের সঙ্গে খোলা চুল, ডার্ক শেষের লিপস্টিক, গায়িকার  গ্ল্যামার উপছে পড়ছে। পোশাকে বোল্ডনেস না থাকলেও ইমনে এক্সপ্রেশনে কুপোকাত ভক্তরা।গায়িকার ছবিতে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে তুলে ধরেছেন। বোঝা যাচ্ছে, আজকাল গানের পাশাপাশি ফিটনেসেও কড়া নজর রাখছেন।

 

View this post on Instagram

 

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)

অন্য খবর দেখুন

Read More

Latest News