Saturday, October 11, 2025
Homeঅব্যাহত নেতানিয়াহুর ধ্বংসযজ্ঞ! গাজায় ফের মৃত্যুমিছিল

অব্যাহত নেতানিয়াহুর ধ্বংসযজ্ঞ! গাজায় ফের মৃত্যুমিছিল

ওয়েব ডেস্ক: ইরান (Iran) থামলেও মধ্যপ্রাচ্যে (Middle East) অশান্তির আগুনে ঘি ঢেলেই চলেছে ইজরায়েল (Israel)। ইরান নয়, ইজরায়েলি সেনা এবার তাঁদের মিসাইলের নিশানা ঘুরিয়ে দিয়েছে গাজার (Gaza) দিকে। ট্রাম্পের (Donald Trump) সংঘর্ষবিরতির প্রস্তাবে বুড়ো আঙুল দেখিয়ে গাজার ফের ধ্বংসযজ্ঞ শুরু করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। দিন দিন হামলার ঝাঁঝ বাড়াচ্ছে ইজরায়েলি সেনা। শনিবারই অনেকে প্রাণ হারিয়েছেন গাজায়।

আল জাজিরা সূত্রে খবর, শনিবার খান ইউনিস শহরে আবারও আকাশপথে বোমা বর্ষণ চালানো হয় ইজরায়েলি সেনার তরফে। গত ২৪ ঘণ্টায় ফের তছনছ হয় গাজার এই শহর। জানা গিয়েছে, ইজরায়েলি হামলায় শনিবার থেকে গাজার বুকে প্রাণ হারিয়েছেন অন্তত ৮১ জন। আহত হয়েছেন ৪০০-র বেশি।

আরও পড়ুন: ভোররাতে পরপর ২ বার কেঁপে উঠল পাকিস্তান, ছড়াল আতঙ্ক

এদিকে মধ্যপ্রাচ্যে অশান্তি থামানোর জন্য ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পকে ‘ড্যাডি’ বলে ডেকেছেন ন্যাটো প্রধান। কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামানোর নামই করছে না ইজরায়েল। তাই এবার গাজায় হামলা বন্ধ করতে নেতানিয়াহুর উপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। তবে এখনও পর্যন্ত ইজরায়েলের পক্ষ থেকে কোনও সদর্থক বার্তা আসেনি বলেই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সংঘর্ষবিরতির সম্ভাবনা কার্যত অনিশ্চিত হয়ে পড়ছে দিন দিন।

তবে আগামী সপ্তাহে সংঘর্ষবিরতির বিষয়ে আলোচনার জন্য ইজরায়েলের মন্ত্রী রন ডার্মা ওয়াশিংটনে যেতে পারেন বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি। সেখানে গাজার যুদ্ধবিরতি, ইরান পরিস্থিতি এবং নিরাপত্তা বিষয়ক অন্যান্য ইস্যুতে বৈঠক হতে পারে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News