Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeকাটরা – শ্রীনগর বন্দে ভারতে কাশ্মীরি পদের স্বাদ

কাটরা – শ্রীনগর বন্দে ভারতে কাশ্মীরি পদের স্বাদ

ওয়েব ডেস্ক: যাত্রাপথেই এবার থেকে মিলবে স্থানীয় পদের আহার। এবার থেকে কাটরা – শ্রীনগর (Katra- Srinagar) বন্দেভারত এক্সপ্রেসে (Vandebharat Express) মিলবে কাশ্মীরের বিভিন্ন পদের স্বাদ। এমনটাই জানিয়েছে আইআরসিটিসি। আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে মিলবে এই পরিষেবা।

ভূস্বর্গে আসার প্ল্যান মনে মনে কার না থাকে। যদিও, মাঝের কটা দিন কিছুটা আতঙ্কই তাড়া করে বেরিয়েছে সকলের মনে। তবে সব ভুলে ফের চেনা ছন্দে ফিরেছে জম্মু কাশ্মীর (Jammu Kashmir)। এবার আইআরসিটিসি-র তরফে বন্দে ভারত করল নতুন আয়োজন। জানা গিয়েছে, এবার থেকে যাত্রা পথেই মিলবে বিভিন্ন আঞ্চলিক খাবারের স্বাদ।

আরও পড়ুন : ‘মাই সিটি কলকাতা’ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে পুরসভা

আইআরসিটিসি সূত্রে জানা গিয়েছে, আঞ্চলিকভাবে প্রসিদ্ধ নিরামিষাশী খাবারের মধ্যে থাকবে আম্বাল কদ্দু, বাবরু, পনির চামন ও কাশ্মিরী দম। একইরকমভাবে তিরুবন্তপুরম রাজধানী এবং নাগপুর-সেকেন্দ্রাবাদ বন্দে ভারতে একই রকমভাবে আঞ্চলিক খাবার পরিবেশন করা হবে। ফলে ট্রেনের আর বোরিং খাবার খেতে হবে না। বদলে স্থানীয় খাবারের স্বাদ মিলবে ট্রেনেই। তবে এই প্যাকেজের খরচ কত, তা এখনও জানা যায়নি।

দেখুন অন্য খবর

Read More

Latest News