Thursday, October 30, 2025
Homeকিয়ারার বেবি শাওয়ার অনুষ্ঠান! হবু বাবা সিদ্ধার্থের সঙ্গে কেক কাটলেন নায়িকা

কিয়ারার বেবি শাওয়ার অনুষ্ঠান! হবু বাবা সিদ্ধার্থের সঙ্গে কেক কাটলেন নায়িকা

ওয়েব ডেস্ক: এখনো পৃথিবীর আলো দেখেনি সে। তার আগেই সন্তানকে সবচেয়ে ভাগ্যবান বলে দাবি বলিউড অভিনেতা কিয়ারা আডবানির(Kiara Advani)। সিদ্ধার্থ মালহোত্রা(Sidharth Malhotra) ও কিয়ারার ছোট্ট শিশু ভূমিষ্ঠ হওয়ার কাউন্টডাউন চলছে। হবু মায়ের যত্নে কোন ত্রুটি রাখছেন না সিদ্ধার্থ।
রবিবার ছিল ফাদার্স ডে। এই উপলক্ষে অভিনেত্রী তাঁর বেবি শাওয়ার(Baby Shower) অর্থাৎ সাধের অনুষ্ঠান সারলেন। ভক্তদের সঙ্গে এইসব ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এই ছবি শেয়ারের মাধ্যমে কিয়ারা তার বাবা,শ্বশুর এবং সিদ্ধার্থকে ফাদার্স ডে(Father’s Day)-শুভেচ্ছা জানিয়েছেন। একটি ছবিতে সিদ্ধান্তকে কেক কেটে উদযাপন করতে দেখা যাচ্ছে। ছবিতে কিয়ারা এবং সিদ্ধান্ত কেক কেটে মোমবাতি নেভানোর আগে চোখ বুজে নিজেদের ইচ্ছে প্রার্থনা করছেন। সকলের নজর পড়েছে কেকের উপর লেখা ‘বেবি’তে। রিটার্ন অনুরাগীদের বুঝতে অসুবিধা হয়নি যে নায়িকার বেবি শাওয়ার-এর ছবি এগুলো।
অন্যান্য ছবির মধ্যে কিয়ারাকে নিজের বাবা এবং ভাইয়ের সঙ্গে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে সিদ্ধার্থ এবং তাঁর বাবা অর্থাৎ চেহারার শ্বশুর আছেন।

কিয়ারার পোস্টে তিনি আরো লিখেছেন, “আমার স্বামী যিনি বাবা হতে চলেছেন; আমি জানি আমাদের সন্তান সবচেয়ে সৌভাগ্যবান”। সঙ্গে হলুদ রঙের তিনটি লাভ ইমোজি। উল্লেখ্য অন্তঃসত্ত্বা হয়েও কাজ থেকে নিজেকে বিরত রাখেননি কিয়ারা। এই অবস্থায় কানের মঞ্চে তাঁর জামকালো উপস্থিতি সবার নজর কেড়েছিল।

অন্তঃসত্তা কিয়ারার জন্য উপহার পাঠিয়েছেন দক্ষিণে চলচ্চিত্রের তারকা যুগল
রাম চরন(Ram Charan) তাঁর স্ত্রী উপাসনা। হবু মা কিয়ারার জন্য বাড়িতে তৈরি টক-আমের আচার পাঠিয়েছেন তাঁরা। এই মুহূর্তে আচারে মধ্যে আছেন হবু মা। ডায়েট ভুলে খাওয়া-দাওয়া নিয়ে মেতে আছেন এখন।

Read More

Latest News