Thursday, October 9, 2025
Homeছড়িয়েছে প্রেমের গুঞ্জন, ফের আমোলের বাহুলগ্না কঙ্কনা

ছড়িয়েছে প্রেমের গুঞ্জন, ফের আমোলের বাহুলগ্না কঙ্কনা

কলকাতা: বহুদিন ধরেই ব্যক্তিগত কারণে শিরোনামে রয়েছেন অপর্ণা সেন কন্যা কঙ্কনা সেন শর্মা (Konkona Sen Sharma)। বিবাহবিচ্ছেদের পর আপাতত তিনি সিঙ্গল। তবে বেশকিছুদিন ধরেই বি-টাউনে কান পাতলে অমল পরাশরের (Amol Parashar) সঙ্গে শোনা যাচ্ছে কঙ্গনার প্রেমচর্চা। প্রেমচর্চার মাঝে আবারও একসঙ্গে বলিউডের নতুন জুটি।

বি-টাউনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে কঙ্কনা সেনশর্মা এবং আমোল পরাশরের নাকি মন দেওয়া নেওয়া হয়েছে। জীবনের গতিপথ নাকি মিলে গিয়েছে দু’জনের। ‘গ্রাম চিকিৎসালয়’ ওয়েব সিরিজের স্পেশাল স্ক্রিনিং যেন সেই জল্পনায় সিলমোহর দিয়েছিল। প্রেমচর্চার মাঝে আবারও একসঙ্গে বলিউডের নতুন জুটি। দু’জনের পরনে রংমিলান্তি পোশাক। আমোলের বাহুলগ্না কঙ্কনা। প্রেমের গুঞ্জনের মাঝে ফের হাসিমুখে ধরা দিলেন বি-টাউনের নতুন লাভ বার্ডস। ‘স্টোলেন’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে ফের একসঙ্গে দেখা গেল তাঁদের। সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি ও ভিডিও। আর তা নিয়ে সর্বত্র চলছে জোর চর্চা।

 

View this post on Instagram

 

A post shared by Shudh Manoranjan (@shudh_manoranjan)

অন্য খবর দেখুন

YouTube player
Read More

Latest News