Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeমাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলপ্রকাশ, বদল মেধাতালিকাও

মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলপ্রকাশ, বদল মেধাতালিকাও

কলকাতা: মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) মূল্যায়ন নিয়ে স্ক্রুটিনি ও রিভিউয়ের পর রেজাল্টে (Madhyamik Scrutiny and Review Results) বদল হল। নতুন ফলাফল প্রকাশে মেধা তালিকাতেও পরিবর্তন হয়েছে। নতুন করে ৯ জন ঢুকলেন মাধ্যমিকের মেধা তালিকায়। মেধা তালিকায় মোট চারজনের অবস্থান বদল হল। প্রথম দশে ছিল ৬৬ জন, তা বেড়ে হল ৭৫। স্ক্রুটিনিতে ১০ হাজারের বেশি উত্তরপত্রে নম্বর পরিবর্তন হয়েছে। রিভিউয়ের পর নম্বর বদল হয়েছে ১ হাজার ১৮২টি উত্তরপত্রে। মেধা তালিকায় চতুর্থ স্থান একজন উঠে এসেছে দ্বিতীয় স্থানে।

চলতি বছরে ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ হয়ছিল। তারপর থেকেই স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়। সেই ফলাফল প্রকাশিত হল আজ, বুধবার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফলের প্রেক্ষিতে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং রিভিউ রেজাল্ট প্রকাশিত হয়েছে। সফল পরীক্ষার্থীদের মধ্যে ১২,৪৬৮ জনের প্রাপ্ত নম্বর পরিবর্তিত হয়েছে। অসফল পরীক্ষার্থীদের মধ্যে ১,২৩৮ জনের নম্বর পরিবর্তিত হয়েছে। প্রথম দশে ছিল ৬৬ জন, তা বেড়ে হল ৭৫।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল প্রকাশের পর ৯ জন পড়ুয়া মেধাতালিকায় জায়গা করে নিয়েছে। ১১ নম্বরে থাকা ৫ পড়ুয়া প্রথম দশে উঠে এসেছে। আগে থেকেই মেধাতালিকায় থাকা পূর্ব মেদিনীপুরের সুপ্রতিক মান্না চতুর্থ থেকে দ্বিতীয় হয়েছেন। অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে মালদহের সৃজন প্রামাণিক এবং বাঁকুড়ার সৌপ্তিক মুখোপাধ্যায় জায়গা করে নিয়েছে। বীরভূমের সম্যক লাহার নম্বর বৃদ্ধি পাওয়ায় সে দশম স্থান থেকে নবম স্থানে জায়গা করে নিয়েছে। এ ছাড়াও নম্বর বৃদ্ধি পেয়েছে দেবজিৎ লাহা, অন্তরীপ মাইতি, চয়ন রায়, সম্যক দাস, রূপম দীক্ষিত, অনন্যা মজুমদার, প্রজ্ঞান দেবনাথ, সায়নদীপ ঘোষ, সোহম করণ এবং প্রেরণা বৈদ্যের। এদের সকল কৃতীদের নাম মেধাতালিকায় সংযুক্ত হয়েছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News