Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeইরানে টিভি লাইভ চলাকালীন আছড়ে পড়ল মিসাইল

ইরানে টিভি লাইভ চলাকালীন আছড়ে পড়ল মিসাইল

ওয়েব ডেস্ক: চোখের সামনে ধ্বংসস্তূপ! খবর পড়তে পড়তেই স্টুডিয়ো কাঁপতে শুরু করল। মুহূর্তেই চমকে উঠে চেয়ার ছেড়ে ছুটে বেরিয়ে গেলেন সঞ্চালিকা। সোমবার এমনই এক ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল ইরানের সরকারি টিভি চ্যানেলে। সূত্রের খবর, এ দিন সরাসরি ওই টিভি অফিসে হামলা চালায় ইজরায়েল (Israel)। খবর পড়ার সময়ই আচমকা বোমার আঘাতে কেঁপে ওঠে গোটা ভবন। মুহূর্তেই বন্ধ হয়ে যায় সম্প্রচার।

ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, খবর পড়তে পড়তে আচমকা থমকে যান সঞ্চালিকা। তারপর আতঙ্কে স্টুডিয়ো ছেড়ে পালিয়ে যান। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শিউরে উঠছেন দর্শকরা। কেউ বলছেন, যত সময় যাচ্ছে, ততই ভয়াবহ আকার নিচ্ছে ইরান-ইজরায়েল (Iran-Israel) সংঘাত।

আরও পড়ুন: ‘আগ্রাসী’ ইরান নয়, ইজরায়েলকেই সমর্থন বিশ্বের সপ্তরথীর?

একই সময়ে, রক্তাক্ত অবস্থাতেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে রিপোর্টিং করতে দেখা গেল এক ইরানি সাংবাদিককে। তাঁর পিছনেই জ্বলছে গোটা টিভি চ্যানেলের দফতর। ইজরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভবন। জানা গিয়েছে, আহত হয়েছেন একাধিক সাংবাদিক। তবে প্রাথমিক ধাক্কা সামলে ফের সম্প্রচার শুরু করেছে চ্যানেলটি।

এই ঘটনা যখন ঘটছে, তখন গোটা তেহরান (Tehran) শহর জুড়ে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র বর্ষণ চলছিল। ইজরায়েলের টার্গেটে ছিল ইরানের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র। পাল্টা জবাব দিয়েছে ইরানও। হাইফা, তেল আবিব (Tel Aviv), জেরুজালেমের (Jerusalem) মতো শহরে হামলা চালিয়েছে তারা।

ইরান-ইজরায়েল সংঘাতের এই সর্বনাশা চেহারায় আতঙ্ক ছড়াচ্ছে আন্তর্জাতিক স্তরেও। মিডিয়া অফিসে সরাসরি হামলা চালানো এবং সেই সময়কার ভয়ঙ্কর দৃশ্য সামনে আসতেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে।

দেখুন আরও খবর:

Read More

Latest News