Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeভারত-পাক যুদ্ধ আবহে শনিবার ফের ছয় রাজ্যে মকড্রিল

ভারত-পাক যুদ্ধ আবহে শনিবার ফের ছয় রাজ্যে মকড্রিল

ওয়েব ডেস্ক: ভারত-পাক যুদ্ধ আবহে শুরু হয়েছিল মকড্রিল। বুধবার ফের মকড্রিলের দিন ঘোষণা হলেও প্রশাসনিক কারণে স্থগিত করা হয়। বৃহস্পতিবার ফের মহড়ার নতুন দিন ঘোষণা করল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ছয় রাজ্যে আগামী ৩১ মে অর্থাৎ শনিবার মক ড্রিল অনুষ্ঠিত হবে।

ভারত পাকিস্তান যুদ্ধ আবহে পাকিস্তানের তরফে কোনও হামলা চালালে সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়, সেই কারণেই শুরু হয়েছিল মকড্রিল। যুদ্ধ আবহে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায়, রক্ষা করা যায়, তারই একপ্রকার পাঠ এই মকড্রিল। তবে ৭ মে মধ্যরাতে অপারেশন সিদুঁর অভিযান। এরপর গত বুধবার ফের সীমান্তবর্তী এলাকাগুলিতে মকড্রিল করার নির্দেশ দেয় কেন্দ্র। বৃহস্পতিবার সন্ধেয় পাকিস্তান সীমান্ত লাগোয়া গুজরাট, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে অসামরিক সুরক্ষা মহড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে প্রশাসনিক কারণে তা স্থগিত করে দেওয়া হয়। বৃহস্পতিবার ফের মহড়ার নতুন দিন ঘোষণা করল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ছয় রাজ্যে আগামী ৩১ মে অর্থাৎ শনিবার মক ড্রিল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ল বাড়ি

ভারত-পাক সংঘাতের আবহে গত ৭ মে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের ২৭ টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৪৪টি জায়গায় মক ড্রিলের নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। কিন্তু ৭ মে রাতে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। তারপর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়। যদিও পরে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধবিরতি শুরু হয়ে যায়। বুধবার রাতে সবকটি রাজ্যের তরফে নির্দেশিকা জারি করা হয়, প্রশাসনিক কারণে আপাতত স্থগিত করা হচ্ছে এই মকড্রিল। এই আবহে ফের ছয় রাজ্যে মকড্রিলের ঘোষণা করা হয়।

দেখুন অন্য খবর

Read More

Latest News