Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeলাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, বধূ বেশে মনামী

লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, বধূ বেশে মনামী

কলকাতা: পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। তাঁর নিত্য নতুন পোশাক ও সাজে সবার চোখ ধাঁধিয়ে দেয়। এবার এক্কেবারে বাঙালি লুকে ধরা দিলেন অভিনেত্রী। যা দেখে চোখ ফেরাতে পারছে না নেটপাড়া।

টলিপাড়ার স্টাইল আইকন মনামী ঘোষকে বলাই যায়। পারফেক্ট সাজে সবসময় ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় মনামী। নিজের ইউটিউব চ্যানেল হোক কিংবা ইনস্টাগ্রাম। নিত্যনতুন পোশাক ও সাজ নিয়ে এক্সপেরিমেন্ট মনামীর পছন্দের বিষয়। তবে এক্সপেরিমেন্ট করতে গিয়ে ট্রোলিংয়ের শিকারও হয়েছেন তিনি। যদিও সেসবে কর্ণপাত করেন না অভিনেত্রী। এবার এক্কেবারে বাঙালি লুকে ধরা দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে যিশু

মনামীকে দেখা গেল লাল শাড়ি, মানানসই ব্লাউজ, পারফেকট মেকআপ। হেয়ারস্টাইলে নজর কাড়লেন মনামী। কপালে বড় লাল টিপ, মাথায় সিঁথি ভর্তি সিঁদুর আর লাল শাড়িতে মনামী (Monami Ghosh Red Saree) যেন বাঙালি বাড়ির আটপৌরে বউ। তবে আটপৌরে সেই লুকের মাঝেও বরাবরের মতোই গ্ল্যাম ডিভা মনামী। চাবুক ফিগার, দুষ্টু ইশারা…! নেটপাড়ায় ছ্যাঁকা দিচ্ছেন মনামী ঘোষ।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

 অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News