Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা মোদির, কূটনৈতিক পথে দ্রুত সমাধানের পরামর্শ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা মোদির, কূটনৈতিক পথে দ্রুত সমাধানের পরামর্শ

 ওয়েবডেস্ক- ইজরায়েলে ও ইরানের  (Israel Iran Conflict) মধ্যে চলা সংঘাতে ক্রমশই পরিস্থিতি জোরালো হচ্ছে। ঘাত প্রত্যাঘাত বাড়ছে। এই উত্তেজনার আবহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের (Iranian President Masoud Pajeshkian) সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংঘাত প্রশমনের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আলোচনার মাধ্যমে কূটনৈতিক পথে দ্রুত সমাধানের পথ খোঁজার পরামর্শ দিলেন তিনি।

 

রবিবার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথোপকথনের পর এক্স হ্যান্ডেলে এই তথ্য সামনে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা হয়েছে। গোটা পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে বিশদে আলোচনা করেছি। বর্তমানে ওই অঞ্চলে যেভাবে উত্তেজনা বাড়ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। আমাদের আবেদন, এই উত্তেজনা কমাতে আলোচনা ও কূটনৈতিক পথে হাঁটুক দেশগুলি। আলোচনার মাধ্যমে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা নিশ্চিত করা হোক।

আরও পড়ুন- ট্রাম্পের আমেরিকা সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান মোদির

রবিবার ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে হস্তক্ষেপ করেছে আমেরিকা। রবিবার ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন বাহিনী ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে খুব সফলভাবে হামলা চালিয়েছে। ট্রাম্প ইরানকে সতর্ক করে জানিয়েছেন, ইজরায়েলের সঙ্গে সংঘাত বন্ধ না করলে তাদের “অনেক বড়” মাশুল দিতে হবে।  জানা গেছে, ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

নেতানিয়াহুর ভাষায়, ট্রাম্পের এ সাহসী পদক্ষেপ ইতিহাস বদলে দেবে। আর এ জন্য ট্রাম্পকে অভিনন্দন জানাতে গিয়ে তিনি নিজেকেও অভিনন্দন জানাতে পারেন। কারণ, তিনি এমন একজন মার্কিন প্রেসিডেন্টের মনোভাব বদলাতে পেরেছেন, যিনি বিদেশে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে প্রচার চালিয়েছিলেন। এমনকি ট্রাম্পের সমর্থকেরা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে জড়ানোর বিরোধিতাও করেছিলেন।

মাত্র ১০ দিন আগে শুরু হওয়া এ সংঘাতজুড়ে ইজরায়েল সরকার ও সেনাবাহিনী বারবার জোর দিয়ে বলেছে, তারা একাই ইরানের হুমকি মোকাবিলা করতে সক্ষম।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News