Friday, September 19, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeভাইরাল ধুরন্ধর, আলাউদ্দিন লুকে রণবীর

ভাইরাল ধুরন্ধর, আলাউদ্দিন লুকে রণবীর

কলকাতা: রণবীর সিংয়ের (Ranveer Singh) পরবর্তী ছবির জন্য অপেক্ষা রয়েছেন তাঁর ভক্তরা। আদিত্য ধর পরিচালিত তাঁর পরবর্তী ছবির ফার্স্ট লুক এখনও মুক্তি পায়নি, তবে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়া একটি ভিডিও। দীর্ঘদিন বিরতি নেওয়ার পর, আবার কাজে ফিরেছেন রণবীর। অভিনেতা রণবীর সিং-এর পরবর্তী ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar Movie)-এর শুটিং শুরু করেছেন। এরই মাঝে ছবির সেট থেকে রণবীরের নয়া লুক ফাঁস হয়ে গেল। ক্লিপটিতে দেখা যাচ্ছে রণবীর সঞ্জয় লীলা বানসালির পদ্মাবত ছবিতে তার আইকনিক আলাউদ্দিন খিলজির অবতারের। ছবি প্রকাশ পেতেই ভক্তদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে।

আদিত্য ধর পরিচালিত তাঁর পরবর্তী ছবির ফার্স্ট লুক এখনও মুক্তি পায়নি, তবে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়া একটি ভিডিয়ো দেখে নেটাগরিকদের মনে হচ্ছে রণবীর লুক লাইক পদ্মাবতের আলাউদ্দিন খিলজি। ভাইরাল হওয়া ভিডিয়োতে রণবীর সিং ও সঞ্জয় দত্তের লুক দেখা যাচ্ছে এই ছবির জন্য। এখানে রণবীর সিং এবং সঞ্জয় দত্ত দুজনকেই খুব রাফ অ্যান্ড টাফ লুকে দেখা গেছে। রণবীর সিংয়ের লুক আপনাকে তাঁর ‘পদ্মাবত’ ছবির আলাউদ্দিন খিলজি লুকের কথা মনে করিয়ে দেবে। ভিডিয়োতে রণবীর সিংকে ভারী কালো পোশাকে দাপুটে স্টাইলে হাঁটতে দেখা যাচ্ছে।

সঞ্জয় দত্তের (Sanjay Dutts) লুকটিও বেশ অন্য রকম। অন্যদিকে সঞ্জয় দত্তকে সাদা পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কাঁধে সঞ্জয় দত্তের শাল আপনাকে মনে করিয়ে দেবে তাঁর ‘কলঙ্ক’ লুক। রণবীরের আর একঠি লুকের ছবিও ফাঁস হয়েছে স্যোশাল মিডিয়ায়। ছবিগুলিতে রণবীরকে লম্বা দাড়ি, স্যুট-বুট এবং মাথায় পাগড়ি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। এই প্রথম কোন ছবিতে সর্দার লুকে দেখা যাবে রণবীরকে।

আরও পড়ুন: ‘৮ ঘন্টার বেশি কাজ’ নিয়ে প্রতিবাদী দীপিকাকে মনি রত্নমের সমর্থন

অন্য খবর দেখুন

Read More

Latest News