Friday, November 7, 2025
Homeবর্ষা প্রবেশে ফের আতঙ্কে উদয়নারায়নপুরের বাসিন্দারা

বর্ষা প্রবেশে ফের আতঙ্কে উদয়নারায়নপুরের বাসিন্দারা

উলুবেড়িয়া: ডিভিসির (DVC) জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছিল হাওড়া উদয়নারায়নপুরের (Udaynarayanpur) বিস্তীর্ণ এলাকা। ভেঙে যায় বেশ কয়েকটি বাঁধও (Dam)। তারই মধ্যে উদয়নারায়নপুরের(Udaynarayanpur) ডিহিভূরশুট এলাকায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় দামোদরের বাঁধ (Damodar Dam)। বর্তমানে সেই বাঁধ তৈরির কাজ চলছে ধীর গতিতে।

দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা (Monsoon Season)। যার ফলে ফের আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রবল বর্ষার আগে বাঁধের কাজ শেষ না হলে আবারও প্লাবিত হয়ে ভেসে যেতে পারে বিস্তীর্ণ এলাকা।

আরও পড়ুন: আতঙ্কের দামোদর, নদী ভাঙনে ভয় কাঁপছে ভাসনা গ্রামের বাসিন্দারা

এই প্রসঙ্গে উদয়নারায়নপুরের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জানান, তাঁর আশঙ্কা ডিভিসি জল ছাড়লে হয়তো আবারও ওই এলাকা প্লাবিত হতে পারে। তবে যুদ্ধকালীন তৎপরতায় ভাঙা বাঁধের (Broken Dam) অংশগুলি মেরামতের কাজ চলছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News