Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeহাইকোর্টের রায়ে স্বস্তিতে শর্মিষ্ঠা পানোলি

হাইকোর্টের রায়ে স্বস্তিতে শর্মিষ্ঠা পানোলি

ওয়েবডেস্ক- শর্মিষ্ঠা পানোলিকে (Sharmistha Panoli) নিয়ে ডিভিশন বেঞ্চে (Division Bench) রাজ্য (State Government)। শর্মিষ্ঠার জামিন মঞ্জুর করেন রাজা বাসু চৌধুরীর গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ। দশ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। পুলিশকে তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। জামিন দিতে গিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ করে আদালত। তদন্তকারী অফিসারকে সাহায্য করা সহ একাধিক শর্ত আরোপ করা হয়েছে শর্মিষ্ঠাকে।

সেই পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ রাজ্যের আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন। আবেদন না মঞ্জুর আদালতের। একক বেঞ্চের রায়ের শংসাপত্রের কপি ছাড়া মামলা দায়েরের অনুমতি নয়। জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। সমাজ মাধ্যমে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে গ্রেফতার হন শর্মিষ্ঠা পানোলি।

আরও পড়ুন- আচমকাই বিজেপির লেটার হেড বদল

শুনানিতে পুলিশকে বিচারপতি প্রশ্ন করেন, কোন গ্রাউন্ডে গ্রেফতার? পুলিশকে সাহায্যের পরেও তাঁকে গুরগাঁও থেকে তুলে আনার প্রয়োজন হল কেন? মেয়েটিকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হল যারা প্রকাশ্যে এই হুমকি দিল তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আপনাদের কি পদক্ষেপ? যে এই মেয়েটির বিরুদ্ধে অভিযোগ করেছে সেই ওয়াজাদ খান হিন্দু ধর্ম নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন তাতেই বা আপনারা কি পদক্ষেপ নিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৪ মে অপারেশন সিঁদুর নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন শর্মিষ্ঠা। যা নিয়ে শোরগোল পড়ে যায়। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগও ওঠে শর্মিষ্ঠার বিরুদ্ধে। সোশ্যাল মাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়। এর পরের দিন ১৫ মে গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই বিতর্কের কারণে ওই ভিডিয়ো ডিলিট করে দেন শর্মিষ্ঠা। ক্ষমা চান তিনি।

পরে গুরগাঁও থেকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয় শর্মিষ্ঠাকে। তিন দিন হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ফের তাঁকে কলকাতায় আনা হয়। এরপর নিম্ন আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে যায়। পরে কলকাতা হাইকোর্টেও এক দফায় খারিজ হয়ে যায় শর্মিষ্ঠার জামিনের আর্জি। পরে দীর্ঘ চাপানউতোরের পরে কলকাতা হাইকোর্ট থেকে জামিন মেলে শর্মিষ্ঠার।

দেখুন আরও খবর-

Read More

Latest News