Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeকেটে ফেললেন চুল, বাবাকে ধন্যবাদ দিলেন সোনম কাপুর

কেটে ফেললেন চুল, বাবাকে ধন্যবাদ দিলেন সোনম কাপুর

কলকাতা: কথায় আছে চুলের মেয়েদের সৌন্দর্য। রকমারি হেয়ার কাট থেকে শুরু করে নানা ভাবে চুলের যত্ন নিয়ে থাকেন। হেয়ার স্টাইল ও ফ্যাশন নিয়ে কথা হচ্ছে তখন বি-টাউনে ফ্যাশনিয়েস্তা সোনম কাপুর (Sonam Kapoor)এর নাম তো আসবেই। সাজপোশাক বরাবরই প্রশংসনীয় এবং নজরকাড়া সোনম। মা হওয়ার পরও ঠিক আগের মতোই গ্ল্যামারাস সোনাম কাপুর। তবে সেই সোনমের কাছে সৌন্দর্যের অনেক আগে মানবতা। তাই তো নিজের ১২ ইঞ্চি চুল দান করলেন তিনি। সেই ভিডিয়ো পোষ্ট করে বাবাকেই বা ধন্যবাদ দিলেন কেন?

সোনম কাপুর ১২ ইঞ্চি লম্বা চুল (Sonam Kapoor Cut Hair) কেটে ফেললেন এক মুহূর্ত। না কোনও ছবির জন্য নয়, বরং একটি মহৎ উদ্দেশ্যে এই কাজ করেছেন তিনি। সোনম ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন যার ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার চুল থেকে ১২ ইঞ্চি কেটে দান করার সিদ্ধান্ত নিলাম! অভিনেত্রীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।ভিডিওয় দেখা যাচ্ছে, হাসিমুখে একটি পার্লারে বসে রয়েছেন অভিনেত্রী। ভিডিয়ো চলাকালীন অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘হ্যালো সবাইকে। আজ আমি ১২ ইঞ্চি চুল কেটে ফেলার সিদ্ধান্ত নিলাম। হয়তো ভিডিয়োয় এটা খুব বেশি মনে হচ্ছে না, তবে আক্ষরিক অর্থেই এটি এক ফুট চুল।’ অভিনেত্রী আরও বলেন, ‘বাবার জিনের কারণেই আমার চুল সত্যি খুব লম্বা হয়ে যায়। খুব তাড়াতাড়ি চুল লম্বা হয় বলেই এই সিদ্ধান্ত নিতে পারলাম আমি। এর সম্পূর্ণ কৃতিত্ব আমার বাবার।’

আরও পড়ুন: প্রজাপতি ২ –এ কী থাকছেন মিঠুন চক্রবর্তী?

 

View this post on Instagram

 

A post shared by Sonam A Kapoor (@sonamkapoor)

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News