ওয়েব ডেস্ক: কিছুদিন আগে বোলপুরের (Bolpur) ক্রীড়া সংস্থার একটি অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। এদিকে ফোন কলের অডিও ভাইরাল (Viral Audio) হতেই বিতর্কে জড়িয়েছেন বীরভূমের (Birbhum) এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে। এই অবস্থায় তাঁর সঙ্গে সৌরভের একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। বিতর্কিত অনুব্রত মণ্ডলের সঙ্গে সৌরভের এই ছবিকে ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে।
আর এবার এই বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুব্রতর সঙ্গে একই মঞ্চে থাকা নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক জানান, আমি জনপ্রতিনিধি, উনিও জনপ্রতিনিধি। আমি জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে গিয়েছিলাম। তাতে এক মঞ্চে ছিলাম তো কী হয়েছে? আমি সব ধরনের মানুষের সঙ্গে মঞ্চ ভাগ করি। আসলে অন্য লোকেরা নিজেদের রাজনৈতিক ঘৃণার সঙ্গে আমাকে জড়িয়ে ফেলে।”
আরও পড়ুন: ২৬-এর ভোটের আগে বিজেপির বিধায়ক কমে কত? আরও কমবে?
এখানেই থেমে থাকেননি ‘মহারাজ’। বিতর্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি যে কারও সঙ্গে মঞ্চে থাকতে পারি। এবং থাকবও। ওই স্টেজ থেকে আমার কিছু দেওয়ার নেই, পাওয়ারও নেই। আমি জনতার মানুষ। ফলে কিছু যায়ে আসে না।” অর্থাৎ, তাঁকে ঘিরে যেসব বিতর্ক ও কুৎসা ছড়িয়ে পড়েছে, তার বিরুদ্ধে সপাটে জবাব দিয়েছেন সৌরভ।
একেই বলে মহারাজকীয়। ফাটাফাটি। pic.twitter.com/opuoFAWo0n
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 31, 2025
এদিকে ভারতের প্রাক্তন অধিনায়কের এই স্পষ্ট ও নিরপেক্ষ জবাব সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সৌরভের ভিডিও শেয়ার করে লেখেন, “একেই বলে মহারাজকীয়। ফাটাফাটি।”
দেখুন আরও খবর: