Saturday, October 11, 2025
Homeকালীগঞ্জের ঘটনায় সিপিআইএম নেতা-নেত্রীর তীব্র কটাক্ষের মুখে রাজ্য সরকার

কালীগঞ্জের ঘটনায় সিপিআইএম নেতা-নেত্রীর তীব্র কটাক্ষের মুখে রাজ্য সরকার

নদিয়া: নদিয়ার (Nadia) কালীগঞ্জে উপনির্বাচনের (Kaliganj By-Election) দিন বোমার আঘাতে মৃত্যু হয় এক নাবালিকা শিশু কন্যার। সেই ঘটনার প্রতিবাদে আজ শনিবার কালীগঞ্জে (Kaliganj) বিক্ষোভ সমাবেশে উপস্থিত হন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম এবং ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ একাধিক সিপিআইএম কর্মী সমর্থকেরা। মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করার পর দুজনেই রাজ্যের শাসক দল এবং রাজ্যের সরকার (State Government) তথা রাজ্য প্রশাসনের দিকে আঙ্গুল তুলে তীব্র কটাক্ষ করেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তাঁরা। এদিন পরিবারের সঙ্গে দেখা করার পর পলাশী অশোকা সিনেমা হলের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেন সিপিআইএম নেতৃত্বরা (CPIM)।

সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের কথায়, পুলিশের মধ্যেই রাজ্যের প্রতিটি জায়গাতে তৃণমূলের (Trinamool) হার্মাদ বাহিনীর মুক্তাঞ্চল গড়ে উঠেছে। এই ঘটনার সঙ্গে পুলিশ প্রশাসন দায়ী। ভোট গণনা চলাকালীন কীভাবে বিজয় মিছিল হয়? এটা কোন বিজয় মিছিল নয়। বিজয় মিছিলের নামে এলাকায় বোমাবাজি করার জন্য এই সমস্ত দুষ্কৃতীরা বেরিয়েছিল। অবিলম্বে দোষীদেরকে চিহ্নিত করে সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।

আরও পড়ুন:বিপুল পরিমাণ হেরোইন পাচারের ছক বানচাল করল পলাশীপাড়া থানার পুলিশ

অপরদিকে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জী জানান, যে ঘটনা ঘটেছে সেখানে যদি পুলিশ ও নির্বাচন কমিশন ঠিক ভাবে কাজ করত তাহলে পশ্চিমবঙ্গের এতগুলো জায়গাতে নিরীহ মানুষের প্রাণ যেত না। পুলিশ, নির্বাচন কমিশন এবং সরকার একত্রিতভাবে চায় যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারে এবং সরকার যেন তাদের চেয়ার বহাল তবিয়াতে টিকিয়ে রাখতে পারে।

দেখুন অন্য খবর 

Read More

Latest News