স্কুলে এলোপাথারি গুলি চালিয়ে আত্মঘাতী ছাত্র

0

ওয়েব ডেস্ক: অস্ট্রিয়ার একটি স্কুলে বন্দুকবাজের হামলার (Gunman attack) ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।  এই ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। জখমদের হাসপাতালে (hospital) ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ঠ নয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, একজনই এই হামলা চালিয়েছে। বন্দুক নিয়ে সে স্কুলের ভিতরে ঢুকেছিল। তারপরই এলোপাথারি গুলি চালাতে থাকে। পুলিশ সূত্রে খবর, বন্দুকবাজ নিজেও একজন ছাত্র। সেই স্কুলে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে। যদিও, সূত্রের খবর, একের পর এক গুলি চালানোর পরে বাথরুমের ভিতর থেকে উদ্ধার হয় বন্দুকবাজের দেহ। অনুমান করা হচ্ছে, নিজেও আত্মঘাতী হয়েছে সে। তবে সরকারিভাবে এই খবর এখনও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: ৩৬ ঘন্টায় ৬ বার ভূমিকম্প! আতঙ্কে কাঁপছে দেশের সীমান্তবর্তী এলাকা

সূত্রের খবর, সকাল ১০টা নাগাদ অস্ট্রিয়ার গ্রাজ শহরের সেই সেকেন্ডারি স্কুলের ভিতর একের পর এক গুলির শব্দ পাওয়া যায়। শিক্ষক ও পড়ুয়ারা স্কুল থেকে পালানোর চেষ্টা করেন। ততক্ষনে জখম হন অনেকে। ঘটনাস্থলে মারা যান অনেকেই। ঘটনাস্থলে যায় পুলিশ। গোটা বিল্ডিং-র চারপাশে মোতায়েন রয়েছে পুলিশ। এখনও চলছে তল্লাশি অভিযান।

দেখুন অন্য খবর