Tuesday, October 14, 2025
Home৩ আগস্ট নিট-পিজি ২০২৫ পরীক্ষা গ্রহণে সুপ্রিম অনুমতি

৩ আগস্ট নিট-পিজি ২০২৫ পরীক্ষা গ্রহণে সুপ্রিম অনুমতি

ওয়েবডেস্ক- ৩ আগস্ট নিট-পিজি ২০২৫ (NEET-PG 2025) পরীক্ষা গ্রহণে মিলল সুপ্রিম (Supreme Court) অনুমতি। অর্থাৎ আদালতের নির্দেশে এক মাস পিছিয়ে গেল মেডিক্যালের স্নাতকোত্তর স্তরে ভর্তির পরীক্ষা নিট পিজি। ১৫ জুন দু দফায় পরীক্ষা হওয়ার কথা ছিল। সুপ্রিম নির্দেশে ঘোষিত দিন থেকে একমাস ১ মাস ১৮ দিন পিছিয়ে গেল মেডিক্যালের স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট মেডিকেল কোর্সেস পরীক্ষা ৩ আগস্ট নেওয়া যাবে। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনসকে অনুমতি সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চ।

সুপ্রিম কোর্টের নির্দেশ মত এক দফায় পরীক্ষা নেওয়ার স্বার্থে ৩ আগস্ট তা নেওয়া যেতে পারে বলে আদালতকে জানায় এনবিই।

আরও পড়ুন- পলাতক কিন্ত ‘চোর’ নই, ভারতে ফেরার শর্ত দিলেন বিজয় মালিয়া

কেন এতদিন সময় লাগবে? প্রায় দুই মাস! এর ফলে তো পুরো ভর্তি প্রক্রিয়াতেই দেরি হয়ে যাবে! প্রশ্ন আদালতের।

৩ আগস্ট নিট-পিজি মূলত লজিস্টিকাল চ্যালেঞ্জ বা নির্বিঘ্ন পরীক্ষা ব্যবস্থার আয়োজন করার স্বার্থেই এই সময় প্রয়োজন। প্রথমত এক দফায় পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দ্বিগুণ করতে হবে। সেই সঙ্গে নতুন পরীক্ষা কেন্দ্রগুলির জন্য যাবতীয় ইন্টারনেট ও কম্পিউটার ভিত্তিক ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও জোরজার নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ সামান্য কোনও ত্রুটি গুরুতর হয়ে দাঁড়াতে পারে। জানান, অতিরিক্ত সলিসিটার জেনারেল কেএম নটরাজ।

সুপ্রিম কোর্ট শুক্রবার ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনকে বলে এক শিফটে ৩ আগস্ট

শীর্ষ আদালত এনবিই-কে জানিয়ে দেয় ৩ আগস্ট এই পরীক্ষা নেওয়ার জন্য এনবিইকে অনুমতি দেওয়া হল। সেইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, নিট পিজি অনুষ্ঠিত করার জন্য আর সময় দেওয়া হবে না এনবিই’কে।

এর আগে ১৫ জুন দুই দফায় এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে স্বচ্ছতার কথা বিবেচনা করেই সিঙ্গল-শিফটে এই পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই আবহে ১৫ জুনের পরীক্ষা স্থগিত হয়।

দেখুন আরও খবর-

Read More

Latest News