Sunday, October 5, 2025
spot_img
Homeদুই সাংবাদিকের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

দুই সাংবাদিকের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশ পুলিশের (MP Police) এফআইআর-এর ভিত্তিতে দুই সাংবাদিকের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অভিযুক্তদের হাইকোর্টে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চম্বল নদী (Chambal River) থেকে বালি পাচার ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য সম্পর্কে খবর করার পরিপ্রেক্ষিতে শশীকান্ত যাদভ ও অমরকান্ত সিং চৌহানকে রাজ্য পুলিশ শারীরিকভাবে হেনস্থা করেছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআই আর। এই দুই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ওই দুই সাংবাদিককে আগামী দুই সপ্তাহের মধ্যে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ বিচারপতি পিকে মিশ্র ও বিচারপতি মনমোহনের।

আরও পড়ুন: শিক্ষাখাতের টাকা আটকে রেখেছে কেন্দ্র! কী বলল সুপ্রিম কোর্ট?

জামিন পাওয়ার জন্য এই সময়সীমার মধ্যে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলে অভিমত সুপ্রিম কোর্টের। অভিযুক্ত সাংবাদিকরা এমন সংবাদের পরিপ্রেক্ষিতে তোলাবাজি করছেন বলে অন্তত দশটি অভিযোগ এসেছে বলে এদিনের শুনানিতে জানান মধ্যপ্রদেশ সরকারের আইনজীবী।

এই অভিযোগ সর্বাংশে মিথ্যা বরং তাঁদের জীবনহানির শঙ্কা রয়েছে বলে পাল্টা সওয়াল ওই সাংবাদিকদের আইনজীবীর।

এক মে ভিন্দের পুলিশ সুপার ওই সাংবাদিকদের নিজের অফিসে ডেকে পাঠান। সেখানে গেলে তাঁদের শারীরিকভাবে হেনস্থা করা হয়। দেওয়া হয় চরম হুমকি। পুলিশ সুপারের অফিসে অন্যান্য সাংবাদিকরাও হাজির ছিলেন। তাঁদের অধিকাংশকে ওই দুই সাংবাদিক পৌঁছনোর আগেই ঘাড় ধরে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই সাংবাদিকদের জাত উল্লেখ করে অপমান করার পাশাপাশি পায়ের জুতো খুলে মারা হয় বলেও অভিযোগ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News