Thursday, October 30, 2025
Homeদুর্গাপুর ব্যারেজ থেকে কমানো হলো জল ছাড়ার পরিমাণ

দুর্গাপুর ব্যারেজ থেকে কমানো হলো জল ছাড়ার পরিমাণ

কলকাতা: দীর্ঘদিনের টানা জল ছাড়ায় উদ্বেগের বাতাবরণ ঘিরে ধরেছিল দুর্গাপুর ব্যারাজ () সংলগ্ন অঞ্চলের মানুষকে। প্রতিদিন বাড়তে থাকা নদীর জলস্তর দুশ্চিন্তা বাড়িয়েছিল গ্রাDurgapur Barrageমের পর গ্রাম জুড়ে। তবে বৃহস্পতিবার থেকে সেই আতঙ্কে যেন একটু বিরতি মিলল। পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকে ডিভিসি-র জলছাড়া কমতেই দুর্গাপুর ব্যারাজ থেকেও নিয়ন্ত্রণে আনা হলো জল নির্গমনের পরিমাণ।

আরও পড়ুন:  বঙ্গে বর্ষার প্রবেশ, কোন কোন জেলায় জারি সতর্কতা? দেখুন

বৃহস্পতিবার সকালবেলায় ব্যারাজ থেকে ছাড়া হয় ৩৫ হাজার ২০০ কিউসেক জল। সন্ধ্যার দিকে তা সামান্য বেড়ে দাঁড়ায় ৩৬ হাজার ২৫০ কিউসেকে। যেখানে ঠিক আগের রাত, অর্থাৎ বুধবার রাতে এই সংখ্যা ছিল ৪৫ হাজার ৯০০ কিউসেক! একদিনের ব্যবধানে প্রায় ১০ হাজার কিউসেক জলছাড়া কমানো হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

জলছাড়ার পরিমাণ কমতেই নদীপাড়ের গ্রামগুলোতে ফিরছে স্বস্তি। বন্যার আশঙ্কা কিছুটা হলেও প্রশমিত। স্থানীয় প্রশাসনও এখন অনেকটা নিশ্চিন্ত। আতঙ্কের পরিবেশ কেটে গিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার আভাস মিলছে গোটা অঞ্চলে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News