মাথার দাম ছিল ৩০ লক্ষ, ‘নিয়া নার নিয়া পুলিশ’ অভিযানে ছত্তিশগড়ে ১৩ মাওবাদীর আত্মসমর্পণ

0

ওয়েবডেস্ক-  মাও অভিযানে বড়সড় সাফল্য ছত্তীশগড়ে (Chhattisgarh) । কেন্দ্রের আত্মসমর্পণের (Surrender) ডাকে বস্তার ডিভিশনের (Bastar) বিজাপুর (Bijapur) জেলায় আত্মসমর্পণ করলেন ৮ মহিলা সহ ১৩ জন মাওবাদী। এদের মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা।

বিজাপুর পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারী সিপিআই মাও কর্মীরা হলেন, ধামতারি-গরিয়াবন্দ নুয়াপাড়া এরিয়া কমিটির সদস্য কোসা ওয়াম ওরফে রাজেন্দ্র ওরফে মহেশ ওরফে মহেশ সাগর ওরফে রমেশ। শাখা সংগঠন ‘ক্রান্তিকারী আদিবাসী মহিলা সংগঠন’ (কেএএমএস)-এর সভানেত্রী ছিলেন কোসি পোড়িয়ান। এদের মাথার দাম পাঁচ লক্ষ টাকা। মহিলাদের মধ্যে একজন দেব মুচাকি ওরফে প্রমিলা (২১) এর মাথার উপর ৮ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

মাওবাদীদের ধামতারি-গরিয়াবন্দ-নুয়াপাড়া বিভাগের অধীনে একজন ‘এলাকা কমিটির সদস্য’ কোসা ওয়াম ওরফে রাজেন্দ্র ওরফে মহেশ ওরফে মহেশ সাগর ওরফে রমেশ (২৯) এর দাম ছিল ৫ লক্ষ টাকা। সাম্মি সেমলা (২৩), ছোটু পারসিক ওরফে দীপক (২৫), মতি টাটি (২৪), সুনিতা হেমলা (২৪), মঞ্জুলা কুঞ্জম (২৭), সাইবো পোডিয়াম (১৮) এবং হুঙ্গি উন্দুম ওরফে রাধা (২১) তাদের প্রত্যেকের মাথায় ১ লাখ টাকা পুরস্কার ছিল। বাকি তিনজনের কোনও পুরস্কার নেই।

আরও পড়ুন- ফেসবুকে ‘পাকিস্তান জিন্দাবাদ’ পোস্ট, জামিনের আবেদন খারিজ এলাহাবাদ হাইকোর্টে

কেন্দ্র সরকার আগে ঘোষণা করেছিল, আত্মসমর্পণের পর অর্থ সাহায্য, পুনর্বাসন সহ জীবিকা সংক্রান্ত সুবিধা দেওয়া হবে। সেই মতো ৫০ হাজার টাকা এককালীন অর্থ সাহায্য,পুনর্বাসন ও বিকল্প জীবিকা সংক্রান্ত সরকারি সুবিধা পাবেন তাঁরা।

মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে গত বছর ছত্তীসগঢ় ‘নিয়া নার নিয়া পুলিশ’ (আমাদের গ্রাম, আমাদের পুলিশ) প্রচার কর্মসূচি শুরু হয়েছিল। তার সাফল্য মিলছে বলেই বক্তব্য পুলিশের। এই বছর জেলায় এখন পর্যন্ত ২৪১ জন মাওবাদী সহিংসতা ত্যাগ করেছে।

দেখুন আরও খবর-