Monday, October 13, 2025
Homeনিয়ন রঙের ব্রালেট, খোলা পিঠ, বালিতে মাখামাখি সোহিনী

নিয়ন রঙের ব্রালেট, খোলা পিঠ, বালিতে মাখামাখি সোহিনী

কলকাতা: চোখে পড়ছে ব্রালেট, খোলা পিঠে উপচে পড়ছে ভরা যৌবন। স্যোশাল মিডিয়ায় বোহো লুকে ঝড় তুললেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। ‘সত্যবতী’র বোল্ডনেসে ঘাম ঝরছে ভক্তদের। তাঁর হট লুকে কুপোকাত সকলে।

সোহিনী সবসময়ই তাঁর লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। শাড়ি থেকে ওয়েস্টার্ন সবেতেই সোহিনী সেরা। পশ্চিমী পোশাকে সোহিনী (Sohini Sarkar) যেমন তাক লাগান, তেমনই শাড়িতেও তাঁর নজরকাড়া লুক দেখে চোখের পলক সরাতে পারেন না আট থেকে আশির অনুগামীরা। তবে বেশিভাগ সময় বোহো লুকে ধরা দেন সোহিনী সরকার। তার একদিকে তার সৌন্দর্য অন্যদিকে তার মন ভোলানো হাসি পুরুষ হৃদয়ে ঝড় তোলেন। এবার বোল্ড লুকে ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেত্রী। নায়িকার স্টাইল স্টেটমেন্টও সকলের চেয়ে আলাদা।
সম্প্রতি তাঁর ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

 আরও পড়ুন: স্বস্তিকার বোল্ডনেসে কুপকাত ভক্তরা, তন্বীরাও হিংসা করবেন

ছবিতে দেখা যাচ্ছে, সি-বিচে ঘুরতে গিয়েছিলেন সোহিনী। পিঠময় বালি, হালকা ট্যান পড়েছে। নিয়ন রঙের ব্রালেট বাধা, তার ওপর বাঁধনির ক্রপ টপ। উঁচু করে বাঁধা চুল। সামনেই পাহাড় ও সমুদ্র। তাঁর কিলার পোজ দেখে মুগ্ধ নেটিজেনরা। সোহিনীর বোহো লুকসে এমনিতেই ফিদা নেটিজেনরা। চোখে একরাশ দুষ্টুমি ও আবেদনময়ী চাহনি। বং ডিভার কিলার এক্সপ্রেশন এতটাই মারকাটারি যে তা দেখে প্রেমে পড়েছেন তাঁর অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News