Tuesday, October 28, 2025
Homeআজ থেকে ইংল্যান্ড-ভারত দ্বৈরথ, কখন কোথায় দেখবেন?

আজ থেকে ইংল্যান্ড-ভারত দ্বৈরথ, কখন কোথায় দেখবেন?

স্পোর্টস ডেস্ক: আজ, শুক্রবার নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র (WTC Cycle) শুরু করতে চলেছে ভারত। পরপর দু’বার ফাইনালে ওঠার পর আগের চক্রে ফাইনালে উঠতে পারেনি টিম ইন্ডিয়া (India)। ২০২৫-২৭ চক্রের শুরুতেই কঠিন পরীক্ষা। ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজ। এদিকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। শুভমান গিল (Shubman Gill) নেতৃত্ব দিচ্ছেন। বলা বাহুল্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) অনেকটাই গুরুত্ব পাচ্ছেন।

মাত্র ৩২টা টেস্ট ম্যাচের অভিজ্ঞতা আছে গিলের, ব্যাটিং গড় ৩৫-এর সামান্য বেশি। সেই সঙ্গে বয়সে তরুণ হওয়ায় তাঁকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তবে প্রাক্তনদের কেউ কেউ গিলের পক্ষে সওয়াল করেছেন। সময়মতো জ্বলে ওঠা, চাপের মুখে শান্ত থাকা এবং অধিনায়ক হিসেবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাঁর আছে বলে জানিয়েছেন গ্যারি কার্স্টেন, ম্যাথিউ হেডেনের মতো প্রাক্তনরা।

আরও পড়ুন: হেডিংলিতে ভারতের প্রথম একাদশে চমক! জেনে নিন  

প্রথম টেস্ট লিডসের হেডিংলি (Headingley) মাঠে। ইংল্যান্ডে টেস্ট ম্যাচ হলে মাঠ ভর্তি দর্শক হয়। ভারতের মানুষ টিভি এবং মোবাইলে সরাসরি ম্যাচের সম্প্রচার দেখতে পারবেন। টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেল এবং মোবাইলে জিও-হটস্টার অ্যাপ থাকলেই খেলা দেখা যাবে। সাবস্ক্রাইব করতে হবে না, অ্যাপে বিনামূল্যে খেলা দেখা যাবে। ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর ৩.৩০-এ।

লিডসের হেডিংলি মাঠে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে আগ্রহ রয়েছে। হেডিংলিতে যে উইকেটে খেলা হবে তাতে দুই স্পিনার খেলার কথা নয়। সেক্ষেত্রে স্পিনার অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা খেলবেন। বসতে হবে কুলদীপ যাদবকে। বুমরা এবং প্রসিদ্ধ কৃষ্ণর সঙ্গে পেস বিভাগে থাকতে পারেন অর্শদীপ সিং কিংবা মহম্মদ সিরাজ। ইংলিশ কন্ডিশনে কাজে লাগতে পারেন শার্দূল ঠাকুরও।

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News