Monday, October 6, 2025
spot_img
Homeপরিবেশ বাঁচাতে বেহালার কলেজে ছাত্র-ছাত্রীদের উদ্যোগ

পরিবেশ বাঁচাতে বেহালার কলেজে ছাত্র-ছাত্রীদের উদ্যোগ

কলকাতা: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘বেহালা সরসুনা কলেজ’ বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছিল। এর মধ্যে বৃহৎ পরিসরে কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে বৃক্ষরোপণ। ঘনবসতিপূর্ণ শহরের সৌন্দর্যায়নের এটি অন্যতম পর্ব।
প্রসঙ্গত, কলেজের ভূগোল বিভাগের ছাত্র-ছাত্রীরা বিশেষভাবে এই কর্মসূচি ‘The Movement- Plant a Tree’ উদ্যোগ অংশ নিয়েছিল। সংশ্লিষ্ট বিভাগের প্রধান তথা সহ-অধ্যক্ষ প্রশস্তি ভট্টাচার্য এ ব্যাপারে আলোকপাত করেন।


তিনি জানান যে পাঠ্যক্রম ভিত্তিক শিক্ষার সাথে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব আচরণ এবং পরিচালনা অনুশীলনগুলির সাথে একত্রিত করে। তাঁর কথায়, পরিবেশ গবেষণা এবং বিশুদ্ধ বিজ্ঞান জীববিজ্ঞান ফলিত বিজ্ঞান ভূগোল এবং অর্থনীতি সহ বিজ্ঞান চর্চার বিষয়গুলিতে শিক্ষাদানের জন্য যথেষ্ট ভালো পরিকাঠামো রয়েছে। পরিবেশ দিবস উপলক্ষে গত ৫ জুন ‘রবীন্দ্র ভাবনা প্রকৃতি ও আমি’ শীর্ষক একটি সংগীত নৃত্যানুষ্ঠান কলেজ অডিটরিয়ামে পরিবেশন করা হয়েছিল। এছাড়াও বেহালার বিভিন্ন জায়গায় সেদিন চারা রোপন করা হয়।


প্রসঙ্গত, সরসুনা কলেজের ভূগোল বিভাগের যথেষ্ট সুনাম রয়েছে। বুস্ট অর্থায়িত ল্যাব এবং জিআইএস ল্যাব উচ্চমানের গবেষণা এবং পেশাদার প্রশিক্ষণের কেন্দ্র এই কলেজে আছে। যা সত্যিই বিরল।
প্রশস্তিদেবী ‘গ্রীনস ওয়াইল্ড লাইফ লাভার্স ফোরাম’,’ওয়ান্ডার্স কেরালা’ দ্বারা অনুপ্রাণিত হয়ে কলেজে এই নতুন কর্মসূচি হাতে নেন। তার মতে অত্যন্ত জনবহুল এই কলকাতা শহরে সৌন্দর্যায়ন করাটাই তাঁর ছাত্রদের লক্ষ্য। কলেজে প্রথাগত শিক্ষার পাশাপাশি সমস্ত গবেষণা শিক্ষাদান, কর্মশালা এবং মেলায় পরিবেশগত নীতিশাস্ত্র সংরক্ষণ এবং হস্তশিল্প তৈরির উপর জোর দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ অধ্যায়নে উৎসাহিত করা এবং পরিবেশগত সমস্যা গুলির ওপর জোর দেওয়া বিশেষভাবে লক্ষণীয়। শহরের পরিবেশ পরিবর্তন করতে অসংখ্য ক্যাসিয়া জাভানিকা গাছ রোপন করা হয়েছে। যা সময়ের সঙ্গে সঙ্গে গোলাপি ফুলে ভরে উঠবে। কলেজে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

Read More

Latest News