Friday, August 22, 2025
HomeScrollবারামুলা, উধমপুরের পর এবার বান্দিপুরা! জঙ্গল ঘিরে চিরুনি তল্লাশি ভারতীয় সেনার

বারামুলা, উধমপুরের পর এবার বান্দিপুরা! জঙ্গল ঘিরে চিরুনি তল্লাশি ভারতীয় সেনার

ওয়েব ডেস্ক: পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলা! নিহত একাধিক। আর এবার এই ইস্যুতে ভারতীয় সেনার পক্ষ থেকে জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় চলছে চিরুনি তল্লাশি! বারামুলা, উধমপুরের পর এবার বান্দিপুরায় ভারতীয় সেনার চিরুনি তল্লাশি অব্যাহত।

জানা যাচ্ছে, বান্দিপুরায় জঙ্গিদের তল্লাশিতে এবার ভারতীয় সেনার পক্ষ থেকে চলছে চিরুনি তল্লাশি। আর তাতেই খোঁজ মেলে এখনও জঙ্গলে লুকিয়ে রয়েছে জঙ্গি। খবর পেয়েই একশান শুরু করে ভারতীয় সেনা। চলে গুলির লড়াই। আর গুলির লড়াইতে জখম হয় এক জঙ্গি।

আরও পড়ুন: জঙ্গিদের সঙ্গে ভারতীয় বাহিনীর লড়াই জারি

উল্লেখ্য, গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi) বিহারের জনসভা থেকে বলেছিলেন, কোন জঙ্গিকে ছাড়া হবেনা। সবাইকে শেষ করা হবে। আর তারপরেই ভারতীয় সেনা বাহিনী নামল কাজে।

পাশাপাশি, পহেলগাঁও জঙ্গি হামলায় নাম জড়ায় আসিফের। লস্কার ই তৈবার জঙ্গি আসিফের বাড়িতে ঘটল বিস্ফোরণ। পুলিশ সূত্রে খবর, সেই জঙ্গির বাড়িতে সন্দেহজনক বেশকিছু বিস্ফোরক মজুত ছিল। আর তাতেই ঘটে বিস্ফোরণ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে আসিফ শেখের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী। আর তল্লাশি চলাকালীনই সেনাবাহিনীর নজরে আসে বাড়িতে বিস্ফোরক সরঞ্জাম মজুত আছে। আর বাড়ি থেকে বাহিনী বেরিয়ে আসতেই ঘটে বিরাট বিস্ফোরণ।

ইতিমধ্যেই ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করার মতো বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বুধবারই তিনবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই আবহের এবার পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারতীয় নৌসেনা। আরব সাগরে মিসাইল ফায়ার করল ভারতীয় নৌবাহিনী (Indian Navy Test Fires Missile)।

দেখুন অন্য খবর

Read More

Latest News