Monday, August 25, 2025
HomeScrollগুজরাতে বায়ুসেনার কামাল, আকাশেই উড়ল ৬টি পাক ড্রোন

গুজরাতে বায়ুসেনার কামাল, আকাশেই উড়ল ৬টি পাক ড্রোন

ওয়েব ডেস্ক: রাতভর ভারত-পাকিস্তান সীমান্ত ছিল উত্তপ্ত (India-Pakistan Tension)। একের পর এক পাক হামলা প্রতিহত করার পর, সকালবেলা কামাল দেখাল বায়ুসেনা (Indian Air Force)। সীমান্তে হামলা চালাতে আসা ড্রোনকে ধ্বংস করল ভারতীয় বায়ুসেনা। পঞ্জাবের ফিরোজপুরে ধ্বংস করা হল পাকিস্তানের ড্রোন।

সূত্রের খবর, রাত বাড়তেই ফিরোজপুর সহ পঞ্জাবের বেশ কয়েকটি শহরে ড্রোন হামলা করেছে পাকিস্তান। সূত্রের খবর, প্রতিটি ড্রোন ছিল অস্ত্রবাহী। যা থেকে সরাসরি আঘাত হানা যেতে পারে। সেই সব ড্রোনগুলিকে আকাশেই নষ্ট করে দিল ভারতীয় সেনা।

আরও পড়ুন: IMF থেকে ঋণ পেল পাকিস্তান

শুক্রবার সীমান্ত এবং LOC সহ ২৬টি জায়গায় পাক- ড্রোন ঢুকে পড়ে ভারতের আকাশ সীমায়। বারামুলা, শ্রীনগর, অবন্তীপোরা, ফিরোজপুর, পাঠানকোট, জম্মু সহ একাধিক জায়গায় ঢুকে পড়ে। ছোড়া হয় শেল। গোলাগুলি বর্ষণ করে সাধারণ নাগরিকদের উপর আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান। যদিও সব ড্রোন ধ্বংস করে ভারত।

প্রসঙ্গত, এদিন ভেঙে পড়া ড্রোনের ধ্বংসাবেশেষে জখম হন বেশ কয়েকজন। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজৌরির একাধিক বাড়ি। উরির অবস্থাও ভয়াবহ। একের পর এক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News