Sunday, August 24, 2025
HomeScrollবারামুলায় ফের ব্ল্যাকআউট

বারামুলায় ফের ব্ল্যাকআউট

ওয়েব ডেস্ক: পেহেলগাম (Pahalgam) হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জঙ্গি ঘাঁটিতে হানা দেয় ভারতীয় বাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় সমস্তরকম জঙ্গি ঘাঁটিগুলি। পাশাপাশি, পরেরদিনই প্রেশ কনফারেন্স করে জানানো হয়, ১০০ জন জঙ্গিকে মারা হয়েছে।

আরও পড়ুন: ফের জম্মুতে ড্রোন হামলা 

আর তারপরেই গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার পাকিস্তান ৩৬ টি ভারতীয় সীমান্তবর্তী জায়গায় ড্রোন হামলা শুরু করে। যদিও সফলভাবে প্রত্যাঘাত করে ভারত। তবে বৃহস্পতিবারের পর ফের শুক্রবার ফের রাতের আঁধার নামতেই শুরু হল পাকিস্তানের হামলা। সম্পূর্ণরূপে ব্ল্যাকআউট হল বারামুলা। এমনকি জম্মু কাশ্মীরে ফের মুহুর্মুহু শোনা যাচ্ছে বোমাবর্ষণের শব্দ।

 

জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমার আবদুল্লা এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ ফের জম্মুতে আমি যেখানে আছি সেখান থেকে আমি মুহুর্মুহু বোমাবর্ষণের শব্দ শুনতে পাচ্ছি ‘।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News