Monday, September 15, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollনয়ডায় প্লাস্টিকের কুলার তৈরির কারখানায় আগুন, ১৫ জন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা

নয়ডায় প্লাস্টিকের কুলার তৈরির কারখানায় আগুন, ১৫ জন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা

ওয়েবডেস্ক: বিধ্বংসী অগ্নিকাণ্ড (Massive Fire Breaks) নয়ডায় (Noida) । সোমবার গ্রেটার নয়ডার (Greater Noida) সুরজপুরে (Surajpur) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্লাস্টিকের কুলার (Plastic Factory) তৈরির কারখানায় আগুন লেগেছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার বেলার দিকে ইকোটেক-৩ থানা এলাকার হাবিবপুর গ্রামের ওশান মোল্ড প্লাস্ট কোম্পানিতে (Ocean Mold Plast Company of Habibpur Village) আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩০ টি ইঞ্জিন।

প্লাস্টিকের কারখানার ভিতর কমপক্ষে ১৫ জন শ্রমিকের আটকে থাকার সম্ভাবনা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার হয়েছে। সেখানে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলি দেখা গেছে। কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: সবরমতি আশ্রমের উন্নয়নের বিরোধিতা মহাত্মা গান্ধীর পুতির

পুলিশ সূত্রে খবর, সোমবার বেলার দিকে এই কারখানায় আগুন লাগে। এখনও পর্যন্ত কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে রয়েছে ডিসিপি সেন্ট্রাল  সহ বিশাল পুলিশ বাহিনী। রয়েছে স্থানীয় থানার পুলিশ সহ পুলিশ আধিকারিকেরা।

দু সপ্তাহ আগে নয়ডার  সেক্টরে ৬৩ তে একটি জামা কাপড়ের দোকানে আগুন লাগে।  কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ব্লক ডি’ সকাল ৭ দিকে আগুন লেগেছিল।

পাশাপাশি  বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেটার নয়ডার নলেজ পার্ক-৩ নম্বর এলাকায় অন্নপূর্ণা মহিলা হস্টেলে আগুন লাগে। এসি থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে। সে সময়ে হস্টেলে খুব বেশি মহিলা ছিলেন না। যারা ছিলেন তারা বেরিয়ে আসেন।

দু’জন তরুণী হস্টেলের তিনতলায় আটকে পড়েন। মই লাগিয়ে তাদের উপর থেকে নামানো হয়। মইয়ে চড়ার সময় এক তরুণী পড়ে দিয়ে গুরুতর চোট পান। তবে হতাহতের কোনও খবর ছিল না।

দেখুন অন্য খবর:

Read More

Latest News