Monday, September 1, 2025
HomeScrollওড়িশার কেআইআইটিতে নেপালি পড়ুয়ার মৃত্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী ওলি

ওড়িশার কেআইআইটিতে নেপালি পড়ুয়ার মৃত্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী ওলি

ওয়েব ডেস্ক: ওড়িশায়(Odisha) ইঞ্জিনিয়ারিং (Engineering) পড়ুয়ার রহস্যমৃত্যু। হোস্টেল (Hostel) থেকে উদ্ধার তৃতীয় বর্ষের পড়ুয়ার দেহ। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (Nepal’s Prime Minister KP Sharma Oli) সোমবার ওড়িশার কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের একজন নেপালি পড়ুয়ার মৃত্যুর প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, ঘটনা খতিয়ে দেখতে নয়াদিল্লিতে নেপালী দূতাবাস থেকে দুজন কর্তাকে পাঠিয়েছেন।

ঘটনাটি ঘটেছে গিত ১৬ ফেব্রুয়ারি। ওড়িশার কেআইটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন ওই তরুণী। নেপালের বাসিন্দা। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্র হোস্টেল থেকে নেপালি পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনা জানাজানি হতেই সঙ্গে সঙ্গে নোটিশ জারি করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। রাতারাতি নেপাল থেকে আসা পড়ুয়াদের ক্যাম্পাস ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মতো ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যান পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের বাসে চেপেই ক্যাম্পাস ছাড়েন তাঁরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে পড়ুয়ার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ফের পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী

এরপরই নেপাল সরকার নড়েচড়ে বসেছে। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ওড়িশায় হস্টেল ছাড়া নেপালি ছাত্রদের পরামর্শ দেওয়ার জন্য নয়া দিল্লিতে আমাদের দূতাবাস থেকে দুজন অফিসারকে পাঠিয়েছে। ওই সব ছাত্রদের যাদের কোনও সমস্যা না হয় তার জন্য সবরকমের সাহায্য করা হবে সরকারের প্ক্ষ থেকে। তাদের পছন্দের মতো হোস্টেলে থাকার, ও বাড়িতে ফিরে যাওয়ার বিকল্প ব্যবস্থা করা হবে। ছাত্রের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News