Friday, August 1, 2025
HomeScrollঅপারেশন সিঁদুরে ধবংস হয়েছিল ভারতীয় যুদ্ধবিমান! স্পষ্ট করলেন সিডিএস অনিলচৌহান
CDS Anil Chauhan

অপারেশন সিঁদুরে ধবংস হয়েছিল ভারতীয় যুদ্ধবিমান! স্পষ্ট করলেন সিডিএস অনিলচৌহান

যুদ্ধের ফলাফলটাই মূল, কত ক্ষতি হয়েছে সেটা বড় কথা নয়

Follow Us :

ওয়েবডেস্ক- সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ঘটনা ভারত পাক সংঘাত (India Pakistan Conflict)। এই উত্তপ্ত আবহে এবার শনিবার এক সাক্ষাৎকারে বেশ কিছু কথা স্পষ্ট করলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল (সিডিএস) অনিলচৌহান (CDS Anil Chauhan) ।মঙ্গলবার সাবিত্রী বাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিচ্ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। সেখানে তিনি বেশ কিছু প্রশ্ন স্পষ্ট করেন তিনি।

ভারত পাক সংঘাতে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দাবি ছিল পাকিস্তান ৪টি রাফাল সহ ৬টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে।সেই দাবি খারিজ করে দেন সিডিএস অনিলচৌহান। ভবিষ্যতের যুদ্ধ বিষয়ে বলতে গিয়ে আবার অনিল বললেন,ক্ষতিটাই বড় কথা নয়,যুদ্ধের ফলাফলটাই মূল।এর আগে সিঙ্গাপুরে তিনি বলেছিলেন, ক্ষতি হয়েছে, সেটা বড় কথা নয়, কেন হলে, সেটাই আলোচ্য।

অপারেশন সিঁদুর নিয়ে গেরুয়া শিবিরের ঢক্কানিনাদের মধ্যে বারবার ভারতের সামরিক কর্তাদের বেসুরো কথায় চিন্তা হিন্দুত্ব ক্যাম্পে। সেই সময় সিডিএসের কথা তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন- সুপ্রিম নির্দেশে ২০২৫ নিট-পিজি পরীক্ষা স্থগিত

সিঙ্গাপুরে শাংরি লাডায়ালগ নিরাপত্তা ফোরামের ফাঁকে দুটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাক্ষাৎকার দিতে গিয়ে ভারতের প্রতিরক্ষা প্রধান (সিডিএস) জেনারেল অনিল চৌহান যুদ্ধের প্রথম দিনে ভারতীয়বিমানবাহিনীর ক্ষতি স্বীকার করেছেন। তবে সিডিএস বলেন, আমি যা বলতে পারি তা হল ৭মে প্রাথমিক পর্যায়ে, কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তুসংখ্যা – এটি গুরুত্বপূর্ণ নয়।গুরুত্বপূর্ণ বিষয়হল কেন এইক্ষয়ক্ষতি হয়েছিল।তাই, আমরা তা সংশোধন করেছিলাম। তারপর ৭,৮ এবং ১০ তারিখে ব্যাপকভাবে প্রতিশোধ নেয়। ফের ১০ তারিখে পাকিস্তানের বিমান ঘাঁটিতে প্রচুর পরিমাণে আঘাত হেনেছে ভারত।

আমরা নির্ভুলভাবে হামলা চালিয়েছি।সকল ধরণের বিমান ও অস্ত্র বিমান করেছি। সাংবাদিকের সিডিএস অনিল চৌহানকে প্রশ্ন করেন, পাক হামলায় ভারতীয় বিমানের ক্ষয়ক্ষতির কথা।তবে সেই প্রশ্নের উত্তরে সংক্ষেপে বিমানে ক্ষতির কথা স্বীকার করে নিলেও সিডিএস-এর বক্তব্য, এখানে ইতিবাচক দিক হল আমাদের কৌশলগত ভুলটা তখনই বুঝেছি, সেই ভুল শুধরে নিয়ে আবার সেই কৌশল প্রয়োগ করেছি। আমার যুদ্ধবিমান উড়িয়েছি, আর দূরের লক্ষ্য বস্তুকে নিশানা করে গুঁড়িয়ে দিয়েছি।

পাকিস্তানের তরফ থেকে ৬টি বিমানের ধ্বংসের দাবি করা হয়েছিল। তা উড়িয়ে দিয়ে সিডিএস বলেন, বিমান ধ্বংসের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। কেন তা হল, এবং তারপর আমরা কী করলাম সেটা গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, জেনারেল চৌহান, যাকে ২০২২ সালের সেপ্টেম্বরে অবসর থেকে প্রত্যাহার করে সিডিএস নিযুক্ত করা হয়েছিল।

দেখুন আরও খবর-

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39