Home Big news উধমপুরে শহিদ এক সেনা জাওয়ান! চলছে গুলির লড়াই

উধমপুরে শহিদ এক সেনা জাওয়ান! চলছে গুলির লড়াই

ওয়েব ডেস্ক: উধমপুরে (Udhampur) বৃহস্পতিবার সকাল থেকে চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই! আর সেই গুলির লড়াইতে শহিদ হয়েছেন এক সেনা জাওয়ান। জানা যাচ্ছে, সেনা-জঙ্গির গুলির লড়াইতে নিহত হলেন এক নিরাপত্তারক্ষী। দুই পক্ষের মধ্যে যখন চরমে চলছে গুলির লড়াই, সেই সময় গুরুতর ভাবে জখম হন ওই সেনা জাওয়ান। আর তারপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

সেনা সূত্রে খবর, তাঁদের কাছে আগেই খবর ছিল ২ জন জঙ্গি উধমপুরে লুকিয়ে রয়েছে। আর সেই খবর পেয়েই অভিযানে নামেন ভারতীয় সেনা। উধমপুর জেলার বসন্তগড় এলাকায় জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। আর তাতেই নিহত হন এক সেনা। জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে চলছে এই অভিযান।

আরও পড়ুন: আটারি সীমান্ত দিয়ে তাড়াহুড়ো করে ভারত ছাড়ছেন পাকিস্তানি নাগরিকরা

উল্লেখ্য, পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। ইতিমধ্যেই, বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। গতকাল অর্থাৎ বুধবার রাতে ভারতীয় সরকারের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে পাকিস্তানের বিরুদ্ধে কড়া মোনভাব গ্রহণ করা হয়। বন্ধ করা হয় সমস্তরকম পাক দূতাবাস। সিন্ধু জলবন্টন চুক্তি কার্যকর না রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হল। আটারি বর্ডার চেকপস্ট বন্ধের সিদ্ধান্ত ভারতের। ভারতে থাকা সব পাক নাগরিকদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর