Wednesday, August 27, 2025
HomeScrollমহাকুম্ভে দুর্ঘটনায় শোকবার্তা মোদির

মহাকুম্ভে দুর্ঘটনায় শোকবার্তা মোদির

নয়া দিল্লি: প্রয়াগরাজে (Prayagraj) মহাকুম্ভে (Mahakumbh 2025) মৌনী অমাবস্যার দ্বিতীয় অমৃত স্নান উৎসবের দিন পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়ে পদপিষ্ট পুণ্যার্থী। ইতিমধ্যে মৃতের সংখ্যা ১৭ ছাড়িয়েছে। আহত বহু। এই মুহূর্তে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে অত্যন্ত ‘দুঃখজনক’ বলে আখ্যা দিয়ে বুধবার এক্স (X) হ্যান্ডেলে এল প্রধানমন্ত্রীর বিবৃতি।

আরও পড়ুন: প্রয়াগরাজে পদপিষ্টের ঘটনায় যোগী প্রশাসনকে নিশানা তৃণমূলের

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানিয়েছেন, ‘প্রয়াগরাজ মহাকুম্ভে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনার মৃতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন সকল পুণ্যার্থীদের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমি নিজে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছি। প্রতিটি মুহূর্তের বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।’

দেখুন আরও খবর:

 

 

Read More

Latest News