Wednesday, October 8, 2025
spot_img
HomeScrollপহেলগাঁও জঙ্গি হামলায় এবার প্রধানমন্ত্রীর দফতরে বসতে চলেছে বিশেষ বৈঠক

পহেলগাঁও জঙ্গি হামলায় এবার প্রধানমন্ত্রীর দফতরে বসতে চলেছে বিশেষ বৈঠক

ওয়েব ডেস্ক: জাম্মু এবং কাশ্মীর জঙ্গি হামলায় উপযুক্ত জবাব দেবে ভারত, আগেই হুঙ্কার দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এখনও পর্যন্ত এই জঙ্গি হামলায় নিহতের সংখ্যা ২৬। আর এবার প্রধানমন্ত্রীর বাড়িতে বসতে চলেছে ক্যাবিনেট বৈঠক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর উপস্থিত হচ্ছেন প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকের জন্য।

উল্লেখ্য, নিহতদের তালিকায় ৩ জন বঙ্গ সন্তানও রয়েছে। আর এই আবহে ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠক করেছেন। তবে এবার প্রধানমন্ত্রীর বাসভবনে বসতে চলেছে বৈঠক।

আরও পড়ুন: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় বিস্ফোরক রাজনাথ

রাজনাথ সিং যেই বৈঠক করেন তাঁতে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বায়ুসেনার প্রধান এয়ার মার্শাল এপি সিং এবং নৌসেনা প্রধান দীনেশ ত্রিপাঠী।

আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বসতে চলেছে ক্যাবিনেট বৈঠক।

দেখুন অন্য খবর

Read More

Latest News