নয়াদিল্লি: বিভ্রান্তিকর মেডিক্যাল বিজ্ঞাপন (Medical advertising) নিয়ে রাজ্য (State) ও কেন্দ্রের বিরুদ্ধে অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিভ্রান্তিকর বিজ্ঞাপনে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বিরুদ্ধে আদালত অবমাননাকর (contempt of court) মামলার হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের।
অ্যালোপ্যাথি ওষুধ (Allopathy medicine) সম্পর্কে বিভ্রান্তিকর দাবি এবং বিজ্ঞাপন নিয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (Indian Medical Association) মামলায় হুঁশিয়ারি বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার।
দেখুন অন্য খবর: মাধ্যমিক চলাকালীন কোনও ছুটি নয়! মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম
১৯৫৪ সালের (Drugs and Magic Remedies) ড্রাগস এন্ড ম্যাজিক রেমিডিস (অবজেকশেনেবল অ্যাডভার্টাইজমেন্ট) আইন, ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট ১৯৪০ এবং কনজিউমার প্রটেকশন অ্যাক্ট ২০১৯ অনুযায়ী বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে ২০১৮ সাল পর্যন্ত রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কি ব্যবস্থা নিয়েছে, তা জানিয়ে গত বছরের ৭ মে নির্দেশ সুপ্রিম কোর্টের।
কেন সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন এমন অভিযোগের ক্ষেত্রে ব্যবস্থা নেয়নি, তার ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ গত বছরের ৩০ জুলাই।
এই মামলার আদালত বান্ধব শুনানিতে জানান, ১৯৫৪ সালের আইন অনুযায়ী বিধিভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিতে পারে কেবলমাত্র সরকার তথা পুলিশ। কিন্তু হলফনামা অনুযায়ী দেখা যাচ্ছে সেই ব্যবস্থা দেশের কোনও প্রশাসনের তরফেই নেওয়া হয়নি।
দেখুন অন্য খবর: