Friday, November 28, 2025
HomeScrollভারতে বাধাহীন তসলিমা

ভারতে বাধাহীন তসলিমা

ওয়েব ডেস্ক: ২০০৭ সালে কলকাতা ছাড়তে হয়েছিল জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিনকে (Taslima Nasrin)। তারপর আর কলকাতা থেকে বাংলাদেশ (Kolkata to Bangladesh) ফেরা হয়নি বাংলাদেশি লেখিকার। তাঁকে উপযুক্ত নিরাপত্তা দিয়ে কলকাতা ফেরানোর দাবি জানিয়ে সংসদে সওয়াল করেছিলেন রাজ্যসভার সাংসদ ও বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। রাজ্যসভার এই সাংসদযে এবার চিঠি দিয়ে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়ে দিলেন, ভারতের যে কোনও জায়গায় যেতে পারেন তসলিমা ।

আরও পড়ুন: চরমে তাপপ্রবাহ! ঝড়বৃষ্টি হবে? জানুন আবহাওয়ার বড় আপডেট

বই নিয়ে বিতর্কের জেরে বাংলাদেশ ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে। একসময় কলকাতায় আশ্রিতা ছিলেন তিনিম। ২০০৭ সালে তাঁর বই ‘দ্বিখণ্ডিত’ লিখে তিনি বিতর্কের মুখে পড়েন। আপাতত, দিল্লিতে রয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে ভারতে থাকার রেসিডেন্স পারমিট শেষ হয়ে যায় তসলিমার। পরে মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে তসলিমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হন। সেই দাবি মেনে রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়।

দেখুন আরও খবর:

Read More

Latest News