Tuesday, December 9, 2025
HomeScroll২০২৬, প্রেমে ভুল বোঝাবুঝি, হতে পারে ব্রেক আপ
Love Relationship

২০২৬, প্রেমে ভুল বোঝাবুঝি, হতে পারে ব্রেক আপ

এখন থেকেই প্রেমের সম্পর্কে সতর্ক হয়ে যান

ওয়েবডেস্ক- ২০২৫-এর বিদায় লগ্নে ২০২৬ এর আগমন হবে। সুখে দুঃখে একটা বছর পার। এবার ২০২৬-কে চ্যালেঞ্জ জানানোর সময়। ২০২৬ এর সময় ১২ রাশির (Zodiac Sign) জীবনে কেমন প্রভাব ফেলতে তাই নিয়ে স্বাভাবিকভাবে উৎসাহ থাকে মানুষের। তবে কয়েকটি রাশির জাতক-জাতিকাকে প্রেমের সম্পর্কের (Love Relationship)  ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, না হলে ব্রেক আপ (Break up) হওয়ারও সম্ভাবনা আছে।

 

বৃশ্চিক রাশি- এই রাশির জাতক-জাতিকারা একটু চাপা স্বভাবের হয়। চট নিজের কথা এরা প্রকাশ করতে পারে না, ফলে খারাপ লাগা জমে থাকে মনের ভিতরেই। একসময় সেটি আছড়ে পড়ে প্রিয়জনের ওপরেই। ২০২৬ সালে একটু সতর্ক হন। যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের সম্পর্ক নিয়ে অধিক যত্নশীল হতে হবে। ভুল বোঝাবুঝি হলে তা বেশিদিন জিইয়ে রাখবেন না, তাহলে ব্রেক আপ পর্যন্ত হতে পারে। সতর্ক হোন আগে থেকেই। সঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়তে পারে, ব্রেক আপ পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে।

 

মকর রাশি- খুব পরিশ্রমী, দায়িত্ববান, আত্মবিশ্বাসে ভরপুর মানুষ হন তারা। তবে এরা একটু জেদি প্রকৃতির, রাগকে নিয়ন্ত্রণও করতে পারেন না। ২০২৬ সম্পর্কের ক্ষেত্রে আপনাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। সঙ্গীকে সময় দিন, তার কথা মন দিয়ে শুনুন। দোষ-ত্রুটি না ধরে ধৈর্য্যশীল হোন। কারণ ২০২৬ সাল সম্পর্কের টানাপোড়েন তৈরি করতে পারে। আগেই থেকেই শক্ত হোন।

আরও পড়ুন-  সংযত হতে হবে ৩ রাশিকে, টাকা খরচ হবে হু হু করে

 

মীন রাশি- আবেগপ্রবণ ও সংবেদনশীল রাশি। এরা একটু উদাসীন প্রকৃতির মানুষ হয়ে থাকেন। নিজের অসন্তোষ বা কষ্ট সঙ্গীর সঙ্গে ভাগ করেন না, ভুল বোঝাবুঝি তৈরি হয়। ২০২৬ সালে এই উদাসীনতা সম্পর্কে বিচ্ছেদ ঘটাতে পারে। সঙ্গীকে গুরুত্ব দিন, তার সঙ্গে সময় কাটান। মীন রাশির জাতক-জাতিকাদের নিজেদের আবেগ অনুভূতির সঙ্গে সঙ্গীর মতামতেরও গুরুত্ব দেওয়া উচিত। না হলে সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে।

 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

Read More

Latest News