মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলা ২ ব্লকের রানীতলা থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামে টানা দুই মাস ধরে জলমগ্ন পরিস্থিতি (Water logged situation) অব্যাহত। প্রায় ৪০টি বাড়ি সম্পূর্ণ ভেসে গেছে। চাষের জমি, ফসল ও ঘরবাড়ি সবকিছুই জলের নিচে চলে যাওয়ায় চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন গ্রামবাসী (District News)।
স্থানীয়দের অভিযোগ, জলবন্দি অবস্থায় তাঁদের পাশে দাঁড়ায়নি প্রশাসন। বিডিও থেকে শুরু করে রাজনৈতিক জনপ্রতিনিধি—কেউ খোঁজ নেননি বলে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। এক বাসিন্দার কথায়, “প্রতিদিন বুক কাঁপানো ভয় নিয়ে কাটাচ্ছি। চারপাশ শুধু জল, স্কুলে যেতেও কষ্ট হচ্ছে ছোট ছোট বাচ্চাদের। অথচ কেউ খোঁজ নেয়নি।”
আরও পড়ুন: শান্তিপুরে তিন মাসের বিড়ালের বিরুদ্ধে পাঁচিল ভাঙার অভিযোগ
গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সমস্যার সমাধান না হলে তাঁরা আসন্ন নির্বাচনে ভোট বয়কট করবেন। তাঁদের দাবি, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপ প্রয়োজন।
এক বৃদ্ধ বাসিন্দা দীর্ঘশ্বাস ফেলে বলেন, “আমাদের ঘর জলের তলায়, ফসল জলের তলায়, চোখের জলও শুকিয়ে গেছে। প্রশাসন কি আমাদের পাশে দাঁড়াবে, নাকি আবারও মিথ্যা প্রতিশ্রুতিই সঙ্গী হবে?”
বর্তমানে নারায়ণপুরের পরিস্থিতি শ্মশানের মতো নিস্তব্ধ ও জলমগ্ন। প্রশ্ন উঠছে—কবে কার্যকর ব্যবস্থা নেবে প্রশাসন, আর কতদিন ভরসা রাখতে হবে গ্রামবাসীদের শুকনো প্রতিশ্রুতির উপর?
দেখুন আরও খবর: