ওয়েব ডেস্ক : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংসোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলছে বিহারে (Bihar)। সেই প্রক্রিয়ায় তালিকা থেকে বাদ গিয়েছিল ৬৫ লক্ষ ভোটারের নাম। ফলে নতুন করে বাদ যাওয়া ভোটারের নাম তোলার কাজ চালাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। সেই মতো এখনও পর্যন্ত ৯৮.২ শতাংশ ভোটার নথি জমা দিয়েছেন। বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে।
নির্বাচনের আগে বিহারে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। তা নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক। তবে গত ১ অগাস্ট এ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করে কমিশন। তাতে দেখা যায় ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তবে নাম বাদ গেলেও, নতুন করে নাম তোলার ফের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছিল কমিশনের তরফে। সেই মতো এই প্রক্রিয়া চালানো হচ্ছে। নাম তোলার জন্য ৯৮.২ শতাংশ ভোটার ফের নতুন করে নথিপত্র জমা দিয়েছেন বলে জানানো হয়েছে। ১.৮ শতাংশ ভোটেরের নথি সংগ্রহ করা বাকি রয়েছে বলেও জানানো হয়েছে। আর সেই সব নথি খতিয়ে দেখছে কমিশন।
আরও খবর : পঞ্জাবে এলপিজি-ট্যাঙ্কারের সংঘর্ষে বিস্ফোরণ, ঝলসে মৃত ৭, আহত ২৩
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ জুন ২৪ অগাস্ট পর্যন্ত ৯৮.২ শতাংশ ভোটার নথি জমা দিয়েছেন। ১ সেপ্টেম্বর পর্যন্ত এই নথিপত্র জমা দেওয়া যাবে। সেই সব নথিগুলি ২৪৩ জন ইআরও এবং ২,৯৭৬ জন এইআরও নথি যাচাই করছেন।
অন্যদিকে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’শুরু করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি দাবি করেছেন, বিজেপির (BJP) সঙ্গে ষড়যন্ত্র করে ভোটারদের নাম বাদ দিয়েছে কমিশন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর এখনও পর্যন্ত ০.১৬ শতাংশ দাবি ও আপত্তি জমা পড়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। ১,২১,১৪৩ জন ভোটার নতুন করে আবেদন করেছেন বলেও জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, ৩,২৮,৮৪৭ জন নতুন ভোটার ফর্ম জমা দিয়েছেন।
কমিশন জানিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সব নথি যাচাইয়ের পাশাপাশি সমস্ত দাবি ও নথি খতিয়ে দেখা হবে। তার পরেই ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।
দেখুন অন্য খবর :