Saturday, October 25, 2025
HomeScrollপ্রয়াত বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ
Satish Shah

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ

দীর্ঘ চল্লিশ বছরের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা জনি লিভার

ওয়েব ডেস্ক: ফের নক্ষত্রপতন বিনোদুনিয়ায়। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ (Satish Shah Passes Away)। ভারতীয় টেলিদর্শকের কাছে যিনি ‘সারাভাই’ বলেই পরিচিত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনি লিভার। দীর্ঘ চল্লিশ বছরের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা জনি লিভার। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেকিডনির সমস্যায় ভুগছিলেন শতীশ। কিছু দিন আগে তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। শনিবার দুপুর আড়াইটে নাগাদ মৃত্যু হয় ‘সারাভাই ভার্সেস সারাভাই’ অভিনেতার। কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। আপাতত তাঁর দেহ রাখা হবে হাসপাতালেই। অন্ত্যেষ্টিক্রিয়া হবে রবিবার।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

Read More

Latest News