কলকাতা: নিরাপত্তা চেয়ে অভিনেত্রী (Actress) শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) কলকাতা হাইকোর্টের (Highcourt) দ্বারস্থ। সামাজিকভাবে তাঁকে বয়কট করা হয়েছে, এমনই দাবি জানিয়ে এবার হাইকোর্টের দারস্থ হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি।
অভিনেত্রী শ্রীলেখা মিত্রের দাবি, সম্প্রতি সরকার বিরোধী এবং শাসক দল বিরোধী বেশ কিছু কার্যকলাপের জন্য অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী। পাশাপাশি, তাঁর বাড়ির সামনে পোস্টার ব্যানার এ ঘিরে ফেলা হয়েছে। মামলা দায়ের এর অনুমোদন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। মামলা দায়ের হলে আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: কীভাবে গ্রেফতার রাকেশ সিং, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
সম্প্রতি আরজিকর আন্দোলনে তাঁকে দেখা গিয়েছে। সেখানে একাধিক বক্তব্য রাখতেও শোনা গিয়েছে অভিনেত্রীকে। এইসবের মাঝেই এবার আদালতের দারস্থ অভিনেত্রী।
দেখুন খবর: