Thursday, August 28, 2025
HomeScrollপ্রেম করছেন অনুষা-আদিত্য

প্রেম করছেন অনুষা-আদিত্য

কলকাতা: প্রেম করছেন টলিপাড়ার ২ স্টারকিড অনুষা বিশ্বনাথন (Anusha Viswanathan) আদিত্য সেনগুপ্ত (Aditya Sengupta)। উত্তরের ঝোড়ো হাওয়ার মাঝেই প্রেমের বাতাস বইছে টলিপাড়ায়। প্রেমের গুঞ্জন তো মাস কয়েক ধরেই ছিল, এবার আর রাখঢাক নয়। প্রকাশ্যেই ইন্ডাস্ট্রির নতুন লাভ বার্ডসের ছবি। সেই ছবি ভালোবাসার ভরিয়েছে নেটিজেনরা।

‘প্রজাপতি বিস্কুট’ ছবিতে ইশা সাহার বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেন আদিত্য। অভিনেতা ভালোবাসেন ক্যামেরার পিছনে থাকতেই। চিত্রনাট্য লেখা থেকে ছবি পরিচালনার দায়িত্বও সামলান তিনি। অন্যদিকে ছোট থেকে বড় পর্দা ও  ওটিটিতে জনপ্রিয় মুখ অনুষা। নায়ককেই মন দিয়েছেন অনুষা। গত অগস্ট মাসে ঘুরতে গিয়েছিলে দুজনে। একসঙ্গে টেলর সুইফটের কনসার্টে ধরা দিয়েছিলেন, সেই থেকে শুরু প্রেমচর্চা। ২৫শে অক্টোবর খেয়ালি ঘোষ দস্তিদার-পুত্রের জন্মদিনে মনের মানুষকে সোজাসুজি মনের কথা জানিয়েছেন অনুষা। বার্তা অনুষা লেখেন , ‘শুভ জন্মদিন হ্যান্ডসাম, তোমায় ভালবাসি’। ব্যস দুয়ে দুয়ে চার করেছে নেটপাড়া। একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তা পরিষ্কার।

এক সঙ্গে তারা ছুটি কাটাতেও গিয়েছে। সোশ্যাল পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন আদিত্য। পরিবার, আদরের পোষ্য ছাড়াও তাঁর সবটা জুড়ে রয়েছেন অনুষা। ছবিতে দেখা গিয়েছে একে অপরকে বাহুডোরে বেঁধে রেখেছেন। তো কখনও আদিত্যের হাসি মুখে একদৃষ্টিতে তাকিয়ে অনুষা। দু’জনের আদুরে ছবিগুলি দেখে, নেটজেনরাও ভালোবাসায় ভরাচ্ছেন।

&nbsp ,

View this post on Instagram

&nbsp ,

A post shared by Aditya Sengupta (@adi2gupta)

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News