Tuesday, September 2, 2025
HomeScrollনিয়োগ মামলায় অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন

নিয়োগ মামলায় অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন

কলকাতা: অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee), কুন্তল ঘোষ (Kutal Ghosh) সহ মোট ১৪ জনের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতির (Primary recruitment corruption)  ইডির (ED) মামলায় চার্জ গঠন করা হল। চার্জ গঠন করল আদালত (Court) ।

সিবিআই স্পেশাল কোর্টের বিচারক শুভেন্দু সাহা এদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান।

আরও পড়ুন: ভাতা চেয়ে সঙ্কটে, গৃহবধূ থেকে হয়ে গেলেন বিধবা

বিচারক বলেন, প্রাইমারি স্কুলের ভর্তিতে দুর্নীতি হয় যাতে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সুজয় কৃষ্ণ ভদ্র, অয়ন শীলের বিভিন্ন ভূমিকা রয়েছে । আপনারা  তাঁদের সঙ্গে যুক্ত ছিলেন । বিভিন্ন ভূমিকা পালন করেছেন দুর্নীতির সঙ্গে । অপরাধ করে টাকা বা সম্পত্তি উপার্জন করেছেন ।

সেই উপার্জন বেআইনি ভাবে লেনদেন, ব্যবহার এবং গোপনে রেখেছেন । এমনকি সেই উপার্জন অপরাধের সঙ্গে যুক্ত নয় এমনটা দেখানার চেষ্টা করেছেন । পিএমএলএ ধারা ৪, ১৭ অনুযায়ী চার্জ গঠন করা হল ।

দেখুন অন্য খবর:

Read More

Latest News