ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttarpradesh) কানপুরে বাংলার শ্রমিককে (Bengali Labour) খুন। এই ঘটনায় ফের ডবল ইঞ্জিন (Double Engine) সরকারের বিরুদ্ধে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এদিন মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam) , বিধায়ক দুলাল মুর্মু-সহ (Dulal Murmu) দলীয় নেতৃত্ব বীরভূমের (Birbhum) দামোদরপুরে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাঁদের পাশে থাকার সম্পূর্ণ আশ্বাসও দেন তিনি। এই ঘটনার ন্যায়বিচারের দাবিতে লড়াই চলবে বলে জানিয়েছেনও তিনি।
বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুর ঘটনা উত্তরপ্রদেশে (Uttarpradesh)। জানা গিয়েছে, কানপুরে রেল লাইনের ধার থেকে উদ্ধার বীরভূমের বাসিন্দা প্রতীক হেমরমের দেহ। সূত্রের খবর, তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। যার জেরে অনুমান করা হচ্ছে কেউ বা কারা তাঁকে পিটিয়ে খুন করেছে। জানা গিয়েছে, বীরভূমের পারুই থানার দামোদরপুর গ্রামের বাসিন্দা প্রতীক (Pratik)। একবছর আগে চামড়ার কারখানায় শ্রমিকের কাজ নিয়ে চেন্নাই গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন:ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশে খুন বাঙালি আদিবাসী যুবক
ফের ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে অমানবিক ঘটনার ছবি প্রকাশ্যে। তিনি বলেন, বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর ক্রমবর্ধমান নিপীড়ন ও প্রশাসনের নীরবতা প্রমাণ করছে—গণতন্ত্র আজ তাদের হাতে বন্দি।
দেখুন খবর:






