Thursday, September 4, 2025
HomeScrollবিতর্ক মাথায় নিয়ে SIR সম্পন্ন বিহারে

বিতর্ক মাথায় নিয়ে SIR সম্পন্ন বিহারে

সোমবারের পরেও নাম তোলার নতুন আবেদন করা যাবে

ওয়েব ডেস্ক: দেশজোড়া বিতর্কের মধ্যে সোমাবার শেষ হল ভোটমুখী বিহারের (Bihar Assembly Election ) বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর (SIR)। নির্বাচন কমিশনের (Election Commission of India) খসড়া তালিকায় ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছিল। ওই বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার নেপথ্যে নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রের শাসক বিজেপির বোঝাপড়ার অভিযোগে সরব বিরোধীরা। কমিশনের বিরুদ্ধে কারচুপির প্রমাণ মিলেছে বলে স্যোশাল মিডিয়ায় দাবি তৃণমূলের। সোমবার সুপ্রিম কোর্টে দাবি দাখিলের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত মামলার শুনানি চলছে।

বিহার জুড়ে একমাসব্যাপী বিশেষ নিবিড় সংশোধনীর পর নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করে তাতে ৬৫ লক্ষ নাম বাদ যাওয়ার পর শুরু হয়েছিল আবেদন পর্ব। যাদের নাম বাদ পড়েছে বা যারা নাম বাদ দিতে চায় তাদের নির্দিষ্ট ফর্মে কমিশনের কাছে আবেদনের সময়সীমা শেষ হল সোমবার। নির্বাচন কমিশনের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অপূর্ব কুমার সিং জানান, ২ লক্ষ ৭ হাজার ৫৬৫ নাম তালিকা থেকে কাটার আবেদন পত্র জমা দিয়েছেন। নাম বাদ পড়াদের মধ্যে মাত্র ৩৩ হাজার ৩২৬ জন তালিকায় তাদের তোলার আবেদন করেছেন। গত একমাসে প্রথম ভোটার হিসেবে ১৫ লক্ষ ৩২ হাজার ৪৩৮ জন আবেদন করেছেন। রাজনৈতিক দলগুলির তরফে খসড়ায় অন্তর্ভূক্তির জন্য ২৫ ও নাম বাতিলের জন্য ১০৩টি আবেদন কমিশন পেয়েছে।

আরও পড়ুন:নতুন ইনিংস খেলতে নামছেন আজহারউদ্দিন!

যদিও কংগ্রেসের মুখপাত্র পবন খেরার দাবি, রাজনৈতিক দলগুলির সর্বমোট ৮৯ লক্ষ অভিযোগ কমিশনে জমা করতে গেলে তা অগ্রাহ্য করা হয়েছে। যদিও নির্বাচন কমিশন কংগ্রেসের দাবি মানতে চায়নি। বিজেপি তার শাখা সংগঠন হিসেবে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বলে দাবি করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তালিকায় কারচুপি করে প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হলে এসআইআর করা অর্থহীন বলে সমাজ মাধ্যমে দাবি করেছে তৃণমূল। তৃণমূলের আবেদনের প্রেক্ষিতে গত ৭ জুনের মধ্যে তালিকা থেকে সমস্ত ডুপ্লিকেট ভোটার নির্মূল করার কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। তাহলে খসড়ায় বিহারের ৩৯ টি বিধানসভা কেন্দ্রে ১৮ লক্ষ ডবল ভোটারের হদিশ কীভাবে মিলল, প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের মতে, এটা নিছক অবহেলা নয়, বিজেপির মদতে কারচুপির প্রমাণ। তবে তালিকা সংশোধন বা পরিমার্জনের জন্য আবেদন করা যাবে। যদিও আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই ওইসব আবেদন বিবেচনা করা হবে।

অন্য খবর দেখুন

Read More

Latest News