Wednesday, September 17, 2025
বাঙালি কাউন্টডাউন
Home৫০০ টাকার নোট বাতিল করা হোক, দাবি চন্দ্রবাবু নাইডুর

৫০০ টাকার নোট বাতিল করা হোক, দাবি চন্দ্রবাবু নাইডুর

ওয়েবডেস্ক- ৫০০ টাকার ( 500 Note)  জাল নোটে (Fake Currency) ছেয়ে গেছে বাজার। আসল আর নকল নোট চেনাই এখন দায় হয়ে গেছে সাধারণ মানুষের। এই অবস্থায় সব থেকে সমস্যায় পড়ে আমজনতা। কেন্দ্রীয় সরকারের ৫০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা গেছে। এই পরিস্থিতিতে এবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর (Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu)  পরামর্শ দুর্নীতি রুখতে বাতিল করে দেওয়া হোক ৫০০ টাকার নোট।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেন, সব বড় মূল্যের নোট বাতিল করা উচিত। সর্বোচ্চ মূল্য থাকা উচিত ১০০ ও ২০০ টাকার নোটের। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে, দুর্নীতি নির্মূল করার জন্য বড় নোট বন্ধ করা উচিত।

আরও পড়ুন- দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁল ৬ হাজারে! বাংলায় আক্রান্ত কত?

২০১৬ সালে হঠাৎ করে নোটবন্দি ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। এই ঘোষণার লক্ষ্য ছিল দুর্নীতি নির্মূল। রাতারাতি বাতিল হয়ে যায় ৫০০ ও ১০০০ টাকার নোট। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, উল্টে সেই ৫০০ টাকার জাল নোটে বাজার ছেয়ে গেছে। এই অবস্থায় প্রশ্নের মুখে কেন্দ্র সরকার।

৫০০ টাকার নোট বাতিল নিয়ে এখনও সিদ্ধান্তের কথা ঘোষণা করেনি কেন্দ্র সরকার।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News