Monday, August 25, 2025
HomeScrollওবিসি সার্টিফিকেট নিয়ে এবার আদালত অবমাননার মামলা হাইকোর্টে

ওবিসি সার্টিফিকেট নিয়ে এবার আদালত অবমাননার মামলা হাইকোর্টে

কলকাতা: ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে। কিন্তু সেই নির্দেশ কার্যকর করায় রাজ্যের ‘অনিচ্ছা’ ও ‘উদসীনতায়’ চরম ক্ষুব্ধ হয় হাইকোর্ট।

১২ মার্চ দুপুর দুটো নাগাদ এই মামলার পরবর্তী শুনানি হবে। রাজ্যের মুখ্যসচিবকে ভার্চুয়ালি আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। আর ইতিমধ্যেই এই ঘটনায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সুপ্রিম কোর্টের তরফ থেকে হাইকোর্টের রায়ের উপর দেওয়া হয়নি কোন স্থগিতাদেশ। এখনও এই ঘটনার চূড়ান্ত সিদ্ধান্ত চলছে। তারপরেও কেন হাইকোর্টের নির্দেশ কার্যকরে অনীহা তাই নিয়ে ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: ভোটার লিস্টে ভুয়ো ভোটার, রাজ্য নির্বাচন কমিশনে তৃণমূলের স্মারকলিপি

সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে তাতে হস্তক্ষেপ করা হবে না।

দেখুন অন্য খবর

Read More

Latest News