Monday, October 13, 2025
Homeআচমকাই বিজেপির লেটার হেড বদল

আচমকাই বিজেপির লেটার হেড বদল

কলকাতা: বিজেপির লেটার হেড নিয়ে বিতর্ক। বিজেপি লেজিসলেটিভ দল এবার আলাদা করে প্যাড ছাপিয়েছে। নাম দিয়েছে , বিজেপি লেজিসলেটিভ পার্টি। এই জন্য রাজ্য দলের অনুমোদন নেয়নি। কী ভাবে এমন হলো? কেনই বা হলো? তা নিয়েই এখন জোর চর্চা গেরুয়া ব্রিগেডে।

সাধারণত পার্টির প্যাড বা কোন সাংসদ , বিধায়কদের প্যাডে চিঠি দেওয়ার নিয়ম। কিন্তুু শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তার দল মাঝেমধ্যেই নানা বিষয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে হজির হয় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপি নেতারা কমিশনে গিয়েছেন। জমা দিয়েছেন অভিযোগপত্রও। রীতি মেনে সেই স্মারকলিপির লেটার হেডে লেখা থাকে ‘ভারতীয় জনতা পার্টি’। এবার ও এমন ঘটনা ঘটল। হঠাৎই বদলে গিয়েছে সেই লেটার হেড! আগামী বিধানসভা ভোট অবাধ এবং স্বচ্ছ করার দাবিতে গত ২৬ মে শুভেন্দু অধিকারীরা একটি দাবি জমা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিককে। এ বারের চিঠির ‘হেড’–এ লেখা ‘ভারতীয় জনতা লেজিসলেচার পার্টি’ (Bharatiya Janata Legislature Party)! রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয় , এই বিষয়ে তারা কিছু জানেনা।‌ বিজেপি পরিষদিয় দল শুভেন্দু নেতৃত্বে আলাদা ভাবে চলে। এবার ও কি আরেক টা তার নমুনা রাখলেন ? প্রশ্ন উঠেছে দলের মধ্যে।

আরও পড়ুন: মোদির সঙ্গে সাক্ষাৎ হবে অভিষেকের

আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026) আগে যেখানে বারবার কেন্দ্রীয় নেতৃত্ব একজোট হয়ে কাজ করার কথা বলছে। বাংলায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এসেও ২৬ বাংলায় সরকার গড়ার ডাক দিয়েছেন। বাংলায় বিজেপির সাংগঠনিক দল আর পরিষদীয় দলের মধ্যে সুক্ষ্ম বিভাজন রেখা শুরু থেকেই ছিল। অভিযোগ উঠেছে, বিজেপির শীর্ষ নেতৃত্বর সঙ্গে নিচুতলার কর্মীদের যোগ খুব কম। শীর্ষ নেতাদের সঙ্গে কর্মীদের সঠিক বোঝাপড়ার অভাবে অনেক জেলায় বিজেপির রাস আলগা হয়েছে। বিজেপির সাংগঠনিক কর্মসূচিগুলিতে বিধায়কদের সে ভাবে গুরুত্ব দেওয়া হয় না।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News