Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিছানায় শার্টলেস দেব, সুপারস্টারের প্রেমে বিভোর তরুণীরা

বিছানায় শার্টলেস দেব, সুপারস্টারের প্রেমে বিভোর তরুণীরা

কলকাতা: টলিপাড়ার হ্যান্ডসাম হাঙ্ক দেব (DEV)। কখনও ক্লিনসেভ লুকে আবার কখনও বা একমুখ দাড়ি, তো কখনও জলে ভেজা পেশিবহুল শরীর নিয়ে একের পর এক ছবি পোস্ট করে সাড়া ফেলে দিয়েছেন দেব (Superstar Dev)। এইসবের মাঝে সোশ্যাল মিডিয়ায় ফের নিজের জলবা দেখানেল অভিনেতা। আর যে ভিডিও তিনি পোস্ট করেছেন তার থেকে চোখ সরানোর কোনও উপায় নেই।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

পুজোয় পর্দায় রঘু ডাকাত হয়ে ধরা দেবেন দেব। এর মধ্যেই রাফ অ্যান্ড টাফ লুকে নেটপাড়া কাঁপাচ্ছেন দেব। নতুন ফটোশুটে ‘ড্যাপার’ লুকে বাজিমাত দেব (DEV)। সোশ্যাল মিডিয়া এখন দেবময়। ইন্ডাস্ট্রিতে দেব চর্চা রীতিমতো তুঙ্গে। আর এইসবের মাঝে সোশ্যাল মিডিয়ায় দেব ফের নিজের ছবি পোস্ট করে মহিলাদের রাতের ঘুম ওড়ালেন। দেবের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, কখনও বিছানায় শার্টলেস অবস্থায় আবার কখনও বা পুলের জলে। কালো বাথরবে কফি খাওয়ার স্টাইল দেখে আর কোনও দিকেই মন দিতে পারবেন না। পুলের জলে দেবের শরীর থেকে চুঁইয়ে পড়ছে জল আবার কখনও বা দেবের চুরুটে ঠোঁট ঠেকানোর স্টাইলে পাগল হবেন আপনি। দেবের একের পর এক ছবি ঘুম উড়েছে নেটিজেনদের। এই ভিডিও পোস্ট করে দেব তাঁর ক্যাপশনে চিরাচরিত কথাই লেখেন, এমনি। এই ভিডিও পোস্ট হতেই দেবের ফ্যানেরা কমেন্ট বক্স ভরিয়ে দেন। ইনস্টাগ্রামে এই ভিডিওর ভিউ হয়েছে এখনও পর্যন্ত ৫২ হাজারের বেশি।

 

Emni…❤️

Posted by Dev on Sunday, June 15, 2025

 

আরও পড়ুন: সুতির শাড়িতে স্নিগ্ধ সাজে শোলাঙ্কি, রূপের ছটায় মুগ্ধ নেটপাড়া

অন্য খবর দেখুন

Read More

Latest News